সুব্রত দত্ত, যিনি জওহর নামে অধিক পরিচিত, ছিলেন একজন কমিউনিস্ট নেতা এবং গেরিলা নেতা। চারু মজুমদারের মৃত্যুর পর তিনি সিপিআইএমএল পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। ১৯৭৫ সালে ভোজপুর কৃষক আন্দোলনে বিহার পুলিশের এবং সিআরপিএফ -এর গুলিতে সুব্রত দত্ত মৃত্যুবরণ করেন।[১][২]
জন্মপরিচয়
সুব্রত দত্ত ১৯৪৫ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্ৰহণ তদানীন্তন কোলকাতার বেহালায় জন্মগ্ৰহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন সময়ের জনপ্রিয় সাংবাদিক সত্যব্রত দত্ত। মা ছিলেন কোলকাতা শহরের জনপ্রিয় ডাক্তার মধুরীনা দত্ত।
মৃত্যু
সুব্রত দত্ত ১৯৭৫ সালের ২৯ শে নমেম্ভর ভোজপুর কৃষক আন্দোলনে পুলিশ ও সিআরপিএফ -এর সাথে একটানা ৭২ ঘণ্টা ধরে গুলিবর্ষণের পর মৃত্যুবরণ করেন। [৩][৪][৫]
তথ্যসূত্র