সীমান্ত স্কয়ার হচ্ছে ঢাকার একটি বিপণী বিতান। এটি পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবস্থান
কমপ্লেক্সটি ঢাকার পিলখানার ৪ নম্বর বিজিবি প্রধান ফটকে অবস্থিত। এটি ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আন্তজার্তিক বিদ্যালয়, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত।
সম্বন্ধে
সীমান্ত স্কয়ার একটি আধুনিক বিপণী বিতান এবং এখানে ১৬টি খাবারের দোকানসহ সর্বমোট
৩৬০ টি দোকান রয়েছে।[১]
চিত্রমালা
-
টেকিয়া আউটলেট
-
একটি সনি শো রুম
-
একমাত্র সুপার মার্কেট
-
খাবারের দোকান
-
এটিএম বুথ
-
তথ্যসূত্র