সিয়ারু আলামিন নুবালা |
লেখক | ইমাম আয-যাহাবি |
---|
মূল শিরোনাম | سير أعلام النبلاء |
---|
ভাষা | আরবি |
---|
সিয়ারু আলামিন নুবালা (আরবি: سير أعلام النبلاء) হল একটি বিখ্যাত ইসলামি গ্রন্থ।[১] গ্রন্থটি সংকলন করেছেন অষ্টম হিজরি শতাব্দীর জগদ্বিখ্যাত আলিম, ইমাম, হাফিযুল হাদীস, রিজালশাস্ত্রের পন্ডিত আল্লামা হাফিয শামসুদ্দীন আবু আব্দিল্লাহ্ আত তুর্কমানী ইমাম আয-যাহাবি।[২] এটি আরবি ভাষায় লিখিত একটি 'সিরাত গ্রন্থ'। ইসলামি গবেষকগণ তাদের নিজ নিজ প্রয়োজন অনুযায়ী এ গ্রন্থ থেকে এন্তার উদ্ধৃতি পেশ করে থাকেন। গ্রন্থটির সুপরিচিত নাম সিয়ারু আলামিন নুবালা তবে উলামা-পণ্ডিতদের বক্তব্য অনুসারে এর নামটিতে ভিন্নমত রয়েছে। এর ভিন্ন নামগুলি হল :
- তারিখুল উলামা আন-নুবালা
- তারিখুন নুবালা
- কিতাবুন নুবালা
- আ'ইয়ানুন নুবালা
- সিয়ারুন নুবালা
- সিয়ারু আ'লামিন নুবালা
- এ নামটি সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে নির্ভুল এবং সম্পূর্ণ। গ্রন্থাগার ইমাম আয-যাহাবি এটি তার নিজ হাতের লেখায় উল্লেখ করেছিলেন।
বৈশিষ্ট্য
গ্রন্থটির বৈশিষ্ট্য হচ্ছে, এখানে স্থান পেয়েছে ইসলামী ইতিহাসের শুরু থেকে সপ্তম হিজরী শতাব্দীর শেষ পর্যন্ত ৫৯২৫ জন মনিষীর জীবনী। অন্যান্য ইতিহাস কিংবা জীবনীগ্রন্থের সাথে এর গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এটি কোন নির্দিষ্ট শ্রেণির মনীষীদের জীবনীনির্ভর নয়, বরং এটি ইসলামী ইতিহাসের সাথে সম্পর্কিত সকল শ্রেণির ব্যক্তিদের জীবনীকে ফুটিয়ে তুলেছে। এখানে একই সাথে সাহাবী, তাবেয়ি, তাবে তাবেয়ি, ফকিহ, মুহাদ্দিস, মুজতাহিদ, হাফিজ, মুজাহিদ, ন্যায়পরায়ণ ও অত্যাচারী বাদশাহ, চিকিৎসক, যাহিদ, পাপাচারী, বিদ'আতি, ফাসিক ইত্যাদি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের জীবনী স্থান পেয়েছে। রিজালশাস্ত্রের অদ্বিতীয় মৌলিক উৎস বলা চলে ২৫ খন্ডে সমাপ্ত এই গ্রন্থকে।[৩]
আরও দেখুন
তথ্যসূত্র