সিমরান (অভিনেত্রী)

সিমরান
২০২৩ সালে সিমরান
জন্ম
ঋষিবালা নওয়াল

(1976-04-04) ৪ এপ্রিল ১৯৭৬ (বয়স ৪৮)[][]
কর্মজীবন১৯৯৫-২০০৯
২০১৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীদীপক বাগ্গা

সিমরান (জন্মঃ ৪ এপ্রিল ১৯৭৬) হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী। তিনি অধিকাংশ ক্ষেত্রেই তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও রয়েছে অল্প কিছু হিন্দি, কন্নড়, মালায়ালাম এবং তেলুগু ভাষার চলচ্চিত্র। সিমরানের জন্ম ১৯৭৬ সালের ৪ এপ্রিল মুম্বাইতে এবং বড়ও হয়েছেন ঐ শহরে। সিমরান প্রথমে ফ্যাশন ডিজাইনিং-এ কর্মজীবন গড়তে চাইলেও চলচ্চিত্র জগতে ঢুকে পড়েন। ১৯৯৫ সালে তিনি সনম হার্জাই নামের একটি অতি স্বল্প বাজেটওয়ালা হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যেটি মোটেও ব্যবসা করতে পারেনি। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া তেরে মেরে সাপনে মোটামুটি তাকে একরকমের পরিচিতি এনে দেয়, কারণ চলচ্চিত্রটি কিছুটা ব্যবসা করতে পেরেছিলো। একই বছর তার মালয়ালম চলচ্চিত্র ইন্দ্রাপ্রাস্থাম মুক্তি পায় এবং একই বছর একটি কন্নড় এবং পরের বছর একটি তেলুগু ছবিও তিনি করে ফেলেন।[][][]

১৯৯৭ সালে তার প্রথম ভালো ব্যবসাসফল চলচ্চিত্র ভিআইপি (তামিল) মুক্তি পায় যেটাতে তিনি নাচশিল্পী প্রভু দেবের সঙ্গে অভিনয় করেন। তামিল চলচ্চিত্র জগতের ঐ সময়কার উঠতি অভিনেতা অজিত কুমারের সঙ্গে বালি (১৯৯৯) তে অভিনয় করে সিমরান মোটামুটি পরিচিতি পেয়েছিলেন। তিনি ২০০২ সালে কিংবদন্তি অভিনেতা কমল হাসানের সঙ্গে পাম্মাল কে সাম্বান্ধাম এবং পঞ্চতান্তিরাম এ অভিনয় করেন।[][] ২০০২ সালের তামিল চলচ্চিত্র কান্নাতিল মুত্তামিত্তাল এর জন্য সিমরান ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন, চলচ্চিত্রটিতে তিনি মাধবনের সঙ্গে অভিনয় করেছিলেন।

সিমরান ২০০৩ সালের ডিসেম্বর মাসের ২ তারিখে দীপক বাগ্গা নামের তার এক বাল্যবন্ধুকে বিয়ে করেন। এই দম্পতির দুইজন ছেলে আছে।[][][১০]

তথ্যসূত্র

  1. "Simran (actress)"in.com। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫ 
  2. "Simran"profilebeans.com। ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫ 
  3. Simran's comeback in style ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ অক্টোবর ২০০৪ তারিখে. IndiaGlitz. Retrieved on 2012-01-01.
  4. Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry. Rediff.com (1998-12-31). Retrieved on 2012-01-01.
  5. Interviews – Part II. Simranoline.tripod.com. Retrieved on 2012-01-01.
  6. "Simran makes Hilary's acquaintance at IIFA"। Mumbai: Supergoodfilms.com। ২০১১-০৭-০৮। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৬ 
  7. "Kalaimamani awards announced"The Hindu। ২০০৩-১০-১১। ২০০৩-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৪ 
  8. Simran Becomes Mom Again!. Behindwoods.com (2011-03-17). Retrieved on 2012-01-01.
  9. Simran becomes mom again. March 17, 2011. IndiaGlitz. Retrieved on 2012-01-01.
  10. Mum is the word for Simran ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৯-০৮ তারিখে. Times Of India (2011-03-18). Retrieved on 2012-01-01.

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!