সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য

সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য
অভয়ারণ্যে চিত্রা হরিণ
মানচিত্র সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
ত্রিপুরা রাজ্য ও ভারতে অবস্থান
মানচিত্র সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
ত্রিপুরা রাজ্য ও ভারতে অবস্থান
অবস্থানবিশালগড়, পশ্চিম ত্রিপুরা জেলা
নিকটবর্তী শহরআগরতলা
স্থানাঙ্ক২৩°৩৯′৫২″ উত্তর ৯১°১৮′৪২″ পূর্ব / ২৩.৬৬৪৪৪° উত্তর ৯১.৩১১৬৭° পূর্ব / 23.66444; 91.31167
আয়তন১৮.৫৩ বর্গকিলোমিটার (৭.১৫ মা)
স্থাপিত১৯৮৭

সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য হলো ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য[]

ইতিহাস

১৮.৫৩ বর্গকিলোমিটার (৭.১৫ মা) এলাকা নিয়ে ১৯৮৭ সালে সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্য ঘোষণা করা হয়।[]

বন্যপ্রাণী

সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যে বিভিন্ন ধরনের মাংসাশী প্রাণী, বানর, সরীসৃপ ও প্রায় ১৫০ প্রজাতির পাখি রয়েছে। অভয়ারণ্যের উল্লেখযোগ্য প্রাইমেটজাতীয় প্রাণী হলো লাল বানর, উল্টোলেজি বানর, মুখপোড়া হনুমানচশমাপরা হনুমান ইত্যাদি। অভয়ারণ্যটি একইসাথে একাডেমিক ও গবেষণা কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। অভয়ারণ্যের ভিতরে বেশ কিছু হ্রদ রয়েছে। মার্চ ও এপ্রিল মাসে উষ্ণ গ্রীষ্মকাল ব্যতীত সারাবছর আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ থাকে।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Sepahijala WildLife Santuary"ত্রিপুরা সরকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  2. "ত্রিপুরা"পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক, ভারত সরকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  3. National Parks and Wildlife Sanctuaries in India (পিডিএফ)Ministry of Environment, Forest and Climate Change, Government of India (প্রতিবেদন)। নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 

টেমপ্লেট:ভারতের সংরক্ষিত এলাকা

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!