সিদ্ধার্থ সিং
জন্ম (1979-11-27 ) ২৭ নভেম্বর ১৯৭৯ (বয়স ৪৫) পেশা লেখক, গীতিকার কর্মজীবন ২০১১–বর্তমান
গরিমা বহাল
জন্ম (1979-10-29 ) ২৯ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৫) পেশা লেখক, গীতিকার কর্মজীবন ২০১১-বর্তমান
সিদ্ধার্থ–গরিমা হল সিদ্ধার্থ সিং (২৭ নভেম্বর ১৯৭৯) ও গরিমা বহাল (২৯ অক্টোবর ১৯৭৯) এর সমন্বয়ে গঠিত ভারতীয় চলচ্চিত্র রচয়িতা ও গীতিকার যুগল। তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা (২০১৩), বাজীরাও মাস্তানী (২০১৫), টয়লেট: এক প্রেম কথা (২০১৭), পদ্মাবত (২০১৮), কবির সিং (২০১৯), এনিম্যাল (২০২৩), কল্কি ২৮৯৮ এডি (২০২৪) ও ধড়ক ২ (২০২৪)।[ ১] [ ২] তারা বাজীরাও মাস্তানী (২০১৫)-এর "মোহে রঙ দো লাল" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জি সিনে পুরস্কারের মনোনয়ন ও এনিম্যাল (২০২৩)-এর "সাতরঙা" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তারা টয়লেট: এক প্রেম কথা (২০১৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনি বিভাগে আইফা পুরস্কার ও জি সিনে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
কর্মজীবন
২০১৩ সালে সঞ্জয় লীলা ভন্সালীর গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা দিয়ে চলচ্চিত্র রচয়িতা হিসেবে তাদের কর্মজীবন শুরু হয়, যা তাদের কর্মজীবনের মাইলফলক হিসেবে গণ্য হয়।[ ৩] তারা দুই মাসে এই চলচ্চিত্রের কাহিনী লিখেন এবং পূর্ণাঙ্গ চিত্রনাট্য প্রস্তুত করেন। চিত্রনাট্যে সংলাপের প্রথম পাণ্ডুলিপিসহ গানের মুখরাও অন্তর্ভুক্ত ছিল।[ ৩] তারা এই চলচ্চিত্রের লেখনীর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য ও সংলাপ বিভাগে স্টার গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[ ৪] তারা এরপর ভন্সালীর বাজীরাও মাস্তানী (২০১৫) চলচ্চিত্রের "দিওয়ানি মাস্তানি ", "মোহে রং দো লাল" ও "পিঙ্গা" এই তিনটি গান লিখেন।[ ৩] তারা "মোহে রঙ দো লাল" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জি সিনে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[ ৫] তারা ব্রাদার্স (২০১৫), রাবতা (২০১৭) ও বাত্তি গুল মিটার চালু (২০১৮) চলচ্চিত্রের সংলাপ, কাহিনী ও চিত্রনাট্য লিখেন।[ ৬] তারা টয়লেট: এক প্রেম কথা (২০১৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনি বিভাগে আইফা পুরস্কার ও জি সিনে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[ ৭] [ ৮]
চলচ্চিত্রের তালিকা
পুরস্কার ও মনোনয়ন
পাদটীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ