সাভার সরকারি কলেজ (পূর্বনাম সাভার বিশ্ববিদ্যালয় কলেজ) ঢাকা জেলারসাভার পৌরসভায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সাভার উপজেলার শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখালচন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহার দানকৃত জমির উপর কলেজটি অবস্থিত।[১] ২০১৭ সালে সাভার কলেজকে সরকারিকরণ করা হয়।[২]