সাভার সরকারি কলেজ

সাভার কলেজ
প্রাক্তন নাম
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ
ধরনসরকারি
স্থাপিত১৯৬৭; ৫৭ বছর আগে (1967)
ইআইআইএন১০৮৪৫৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অবস্থান
২৩°৫০′২৫″ উত্তর ৯০°১৫′০০″ পূর্ব / ২৩.৮৪০৩১৭° উত্তর ৯০.২৪৯৯৩৪° পূর্ব / 23.840317; 90.249934
ওয়েবসাইটsavargc.gov.bd
মানচিত্র

সাভার সরকারি কলেজ (পূর্বনাম সাভার বিশ্ববিদ্যালয় কলেজ) ঢাকা জেলার সাভার পৌরসভায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সাভার উপজেলার শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখালচন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহার দানকৃত জমির উপর কলেজটি অবস্থিত।[] ২০১৭ সালে সাভার কলেজকে সরকারিকরণ করা হয়।[]

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সাভারের বেশ কয়েকজন স্বনামধন্য রাজনীতিবিদ এই কলেজের ছাত্র ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ এবং সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

তথ্যসূত্র

  1. অক্ষমতা এবং দুর্দশার জন্য সহায়তা কর্তৃক প্রকাশিত বই : সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
  2. "সাভার কলেজ সরকারীকরণ হওয়ায় একশ' ২২ কোটি টাকার সম্পদ সরকারের কাছে জমা"ফুলকি নিউজ টুয়েনটিফোর। ১২ মে ২০১৭। ৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!