সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ'ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পারা অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি জানুয়ারী ১, ১৯৭৪ সালে [১] উদ্বোধন করা হয়। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনা হয় ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া ও বর্ধমান জেলার রানিগঞ্জ কয়লা খনি থেকে। এই বিদ্যুৎ কেন্দ্রে জলের যোগান দেয় দামদার নদ। তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর অধীনস্থ।
ইতিহাস
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র (প্রথম পর্যায়) ১৯৭৪ সালে যাত্রা শুরু করে। এই সময়ে বিদ্যুৎ কেন্দ্রে ৪ টি ইউনিট স্থান করা হয়। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ১২০ মেগাওয়াট এবং মোট উৎপাদন ক্ষমতা ছিল ৪৮০ মেগাওয়াট। কিন্তু ২০০৯-২০১০ সালে ৪ টি ইউনিট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। একইসাথে ২৫০ মেগাওয়াট ক্ষমতার ২ টি ইউনিট সংযোজন কাজ ২০০৪ সালে শুরু হয় এবং বিএইচএল দ্বারা ২০১১ সালে কাজটি সম্পন্ন হয়। ২০১১ সালে বিদ্যুৎ কেন্দ্রে ২৫০ মেগাওয়াট ক্ষমতার ২ টি ইউনিট চালু করা হয়। ২০১১ সাল থেকে বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হল ৫০০ মেগাওয়াট।[২]
উৎপাদন ক্ষমতা
ইউনিট নং |
উৎপাদন ক্ষমতা |
চালু হয়েছে |
অবস্থা
|
১ |
১২০ মেগাওয়াট |
১ জানুয়ারি ১৯৭৪ |
বন্ধ
|
২ |
১২০ মেগাওয়াট |
১৬ জুলাই ১৯৭৫ |
বন্ধ
|
৩ |
১২০ মেগাওয়াট |
৬ ডিসেম্বর ১৯৭৮ |
বন্ধ
|
৪ |
১২০ মেগাওয়াট |
৩০ মার্চ ১৯৮১ |
বন্ধ
|
৫ |
২৫০ মেগাওয়াট |
০১ এপ্রিল ২০০৯ |
সক্রিয়
|
৬ |
২৫০ মেগাওয়াট |
৩০ সেপ্টেম্বর ২০১১ |
সক্রিয়
|
তথ্যসূত্র
আরও দেখুন
|
---|
বিদ্যুৎকেন্দ্র | |
---|
বিদ্যুৎ সংস্থা | |
---|
সম্পর্কিত বিষয় | |
---|