সরদার-ই বোজোর্গ আব আনবার (ফার্সি: آبانبار سردار بزرگ) ইরানের কাজভিনের একটি আব আনবার। এটি ইরানের বৃহত্তম একক গম্বুজ আব আনবার (জল আধার)।[১]
১৮১২ সালে নির্মিত এটি মোহাম্মদ হাসান খান এবং মোহাম্মদ হোসেন খান নামে দুই ভাই দ্বারা নির্মিত দুটি আব আনবারগুলির মধ্যে একটি,[২] অন্যটি সরদার-ই কুচক আব আনবার । এর ৩০০০ বর্গ মিটার জলাধারটি একটি কানাত থেকে পানি পেত।[৩][৪][৫]