সম্পাদনা হল লিখিত, চাক্ষুষ, শ্রাব্য এবং চলচ্চিত্র প্রচার মাধ্যমের তথ্য বহনের জন্য ব্যবহৃত নির্বাচন এবং প্রস্তুতির সমষ্টিগত প্রক্রিয়া। সম্পাদনা প্রক্রিয়ায় সংশোধন, সংক্ষেপণ, সংগঠন এবং সংস্করণ করা হয় একটি সঠিক, সঙ্গতিপূর্ণ শুদ্ধ এবং সম্পূর্ণ কাজের উৎপাদনের উদ্দেশ্যে।[১]
সম্পাদনা প্রক্রিয়া প্রায়ই কাজের প্রতি লেখকের ধারণার মধ্য দিয়ে শুরু হয় এবং কাজটি নির্মাণের জন্য লেখক ও সম্পাদকের মধ্যে একটি সহযোগিতা হিসেবে অব্যাহত থাকে। যেমন- সম্পাদনা সৃজনশীল দক্ষতা, মানব সম্পর্ক/পারস্পরিক সম্পর্ক ও পদ্ধতির একটি নির্ভুল সংকলনে পরিবর্তিত হতে পারে।[২][৩]
↑Mamishev, Alexander, Williams, Sean, Technical Writing for Teams: The STREAM Tools Handbook, Institute of Electrical and Electronics Engineers, John Wiley & Sons. Inc., Hoboken, 2009, p.128