শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার হল ভারতীয় বলিউড চলচ্চিত্র শিল্পের শ্রেষ্ঠ নবাগত অভিনেতার জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ১৯৯৬ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রতি বছরের ডিসেম্বর মাসে উক্ত বছরের চলচ্চিত্রের জন্য বা জানুয়ারি মাসে এর পূর্ববর্তী বছরের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার ঘোষিত হয়। ১৯৯৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কারের নাম ছিল শ্রেষ্ঠ সম্ভাবনাময় নবাগত অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার। পরবর্তীতে বর্তমান নামে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।