শ্রীরঞ্জিনী |
---|
জন্ম | (1971-06-01) ১ জুন ১৯৭১ (বয়স ৫৩)
|
---|
পেশা | অভিনেত্রী |
---|
শ্রীরঞ্জিনী (জন্মঃ জুন ১, ১৯৭১) হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন সাপোর্টিং রোল অভিনেত্রী। তিনি কৈলাস বলচন্দ দ্বারা পরিচালিত টেলিভিশন সিরিজে অভিনয় করতেন, এরপর হঠাৎ তিনি মণি রত্নম এর আলাইপায়ুদে (২০০০) চলচ্চিত্রে অভিনেতা মাধবন এর বৌদি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান।[১] তিনি এস. শঙ্কর এর আন্নিয়ান (২০০৫) চলচ্চিত্রে আইয়াঙ্গার পত্নী হিসেবে অভিনয় করেছিলেন।
২০১৩ সাল পর্যন্ত শ্রীরঞ্জিনী মোট ৫৪ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২]
তথ্যসূত্র