শ্রীমঙ্গল সরকারি কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে এটিকে সরকারিকরণ করা হয়।৬০০০[২] এর অধিক ছাত্র-ছাত্রীও ৪৬টি শিক্ষকের পদের বিপরীতে কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষাদান চলছে।[৩]
কলেজটি ১৯৬৯ সালের ১ জুলাই ও ১৯৮৫ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ও জাতীয়কৃত হয়। কলেজের ভূমির পরিমাণ ৫ একর(চারদিকে সীমানা প্রাচীরঘেরা)। কলেজে ৪টি আধাপাকা ভবন রয়েছে ।
এখানে ১টি ড্রেন, ৩টি
পাকা ভবন, ১টি প্রশাসনিক ভবন, বিএনসিসি প্লাটুন কক্ষ ১টি, ১টি সুসজ্জিত বাগান, ১ টি মসজিদ ও দুটি কলেজ গেইট রয়েছে ।
শাখাসমূহ
স্নাতক (পাস)কোর্সের শাখাসমূহ:
- ক)বিএ আসন৩০০টি
- খ)বিএসএস এ
- গ)বিবিএ। এ
- ঘ)বিএসসি আসন ৩০০টি
স্নাতক(সম্মান)কোর্স সমূহ:
- ক)রাষ্ট্রবিজ্ঞান। আসন ৭০টি।
- খ)হিসাববিজ্ঞান। ১০০
- গ)ইতিহাস। ৫০
- ঘ)দর্শন ৫০
- ঙ)গণিত। ৫০
- চ)ব্যবস্থাপনা| ৫০টি
অধ্যক্ষ হিসাবে আছেন প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন।[৪]
তথ্যসূ্ত্র