শিবাঙ্গী বর্মা (জন্ম ২৪ আগস্ট ১৯৯৪) হলেন একজন অভিনেত্রী যিনি হিন্দি ধারাবাহিকে কাজ করেন। তিনি সনি পল চ্যানেলে হামারী সিস্টার দিদি ধারাবাহিকে মেহের এবং সাব টিভি চ্যানেল বিবি আউর মেইন ধারাবাহিকে মায়ার চরিত্রে অভিনয় করেন।[১]
ব্যক্তিগত জীবন
শিভাঙ্গি বর্মা ১৯৯৪ সালের ২৪-এ অগাস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল স্কুল বসন্ত কুঞ্জ থেকে পড়াশোনা করেন। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ খুঁজে পান।
ধারাবাহিক
তথ্যসূত্র
বহিঃসংযোগ