শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন (কলেজ) হল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত একটি প্রিমিয়ার রিসার্চ ভিত্তিক স্নাতকস্তরীয় কলেজ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের শিবপুর অঞ্চলে অবস্থিত। এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত।[১] এটি একটি জাতীয় গুরুত্বসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এই কলেজের বিভাগগুলি হল:
- বিজ্ঞান বিভাগ: রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা।
- কলা ও বাণিজ্য: বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি ও সমাজতত্ত্ব।
সম্প্রতি এই কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক খ+ গ্রেড পেয়েছে।[২] কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানও বটে।[৩]
তথ্যসূত্র
|
---|
ইতিহাস | |
---|
ব্যক্তিত্ব | |
---|
সহকারী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র | |
---|
অনুমোদিত কলেজ | |
---|
সম্মাননা | |
---|
ছাত্রজীবন | |
---|
খেলাধুলা | |
---|
সম্পর্কিত | |
---|
|