শরৎ সাক্সেনা |
---|
২০১৫ সালে সাক্সেনা |
জন্ম | (1950-08-17) ১৭ আগস্ট ১৯৫০ (বয়স ৭৪)
|
---|
মাতৃশিক্ষায়তন | জবলপুর ইঞ্জিনিয়ারিং কলেজ |
---|
পেশা | অভিনেতা |
---|
কর্মজীবন | ১৯৭২–বর্তমান |
---|
দাম্পত্য সঙ্গী | শোভা সাক্সেনা |
---|
সন্তান | ২ |
---|
শরৎ সাক্সেনা (জন্ম: ১৭ আগস্ট ১৯৫০) একজন ভারতীয় অভিনেতা যিনি তেলুগু, মালয়ালম এবং তামিল চলচ্চিত্রের সাথে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন।[২] তিনি ২৫০টিরও বেশি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাক্সেনা ১৯৭০ এর দশকের গোড়ার দিকে তার কর্মজীবন শুরু করেন এবং প্রধানত সহায়ক ভূমিকা পালন করেন।[৩]
তিনি মি. ইন্ডিয়া, ত্রিদেব, ঘায়ল, খিলাড়ি, গোলাম, গুপ্ত: দ্য হিডেন ট্রুথ, ডুপ্লিকেট, সোলজার, বাগবান, ফানা, ক্রিশ, এক হি রাস্তা, বজরঙ্গি ভাইজান-এর মতো সবচেয়ে সফল কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৪] এই চলচ্চিত্রগুলোতে তার অভিনয় তাকে বলিউডের অন্যতম সেরা সহায়ক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।[৫]
প্রারম্ভিক জীবন
শরৎ সাক্সেনা ১৭ আগস্ট ১৯৫০ সালে মধ্যপ্রদেশের সাতনায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন ভোপালে।[৬]
ব্যক্তিগত জীবন
তিনি বর্তমানে তার স্ত্রী শোভা এবং দুই সন্তান ভিরা ও বিশালের সাথে মুম্বইয়ের উপকণ্ঠের মাঢ দ্বীপে থাকেন।[৬][৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ