লুকাস আরিয়েল ওকাম্পোস (স্পেনীয়: Lucas Ariel Ocampos, স্পেনীয় উচ্চারণ: [ˈlukas aˈɾjel oˈkampos]; জন্ম: ১১ জুলাই ১৯৯৪; লুকাস ওকাম্পোস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব সেভিয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৯ সালে, ওকাম্পোস আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ২টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
লুকাস আরিয়েল ওকাম্পোস ১৯৯৪ সালের ১১ই জুলাই তারিখে আর্জেন্টিনার কিলমেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
ওকাম্পোস আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে ১৬ ম্যাচে অংশগ্রহণ করে ৫টি গোল করেছেন।
২০১৯ সালের ৯ই অক্টোবর তারিখে, ২৫ বছর, ২ মাস ও ২৮ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওকাম্পোস জার্মানির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আনহেল কোরেয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ২৪ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল।[৬] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে ওকাম্পোস সর্বমোট ৩ ম্যাচে ২টি গোল করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
আর্জেন্টিনা |
২০১৯ |
৩ |
২
|
২০২০ |
৪ |
০
|
২০২১ |
১ |
০
|
২০২২ |
৩ |
০
|
সর্বমোট |
১১ |
২
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ