লীনা চন্দাভরকর |
---|
২০১৪ সালে লীনা চন্দাভরকর |
জন্ম | (1950-08-29) ২৯ আগস্ট ১৯৫০ (বয়স ৭৪)[১]
ধারওয়াড়, মহীশূর রাজ্য, ভারত |
---|
পেশা | অভিনেত্রী |
---|
কর্মজীবন | ১৯৬৮–১৯৮৯ |
---|
দাম্পত্য সঙ্গী | সিদ্ধার্থ বন্দোদকর (বি. ১৯৭৫; মৃ. ১৯৭৬) কিশোর কুমার (বি. ১৯৮০; মৃ. ১৯৮৭) |
---|
সন্তান | ১[২] |
---|
লীনা চন্দাভরকর (মারাঠি: लीना चंदावरकर; জন্ম: ২৯ আগস্ট ১৯৫০) হলেন একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী। তিনি ১৯৬০-এর দশকের শেষের দিক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তিনি সেই যুগের প্রায় সব সুপারস্টারের বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, বিনোদ খান্না, দিলীপ কুমার, সুনীল দত্ত এবং রাজ কুমার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় অভিনেতাদের সাথে জুটি বেঁধেছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হন।[৩]
প্রারম্ভিক জীবন
লীনা চন্দাভরকর ১৯৫০ সালের ২৯ আগস্ট ভারতের কর্ণাটকের ধারওয়াড়ে একটি কোঙ্কণী মারাঠি ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীনাথ চন্দাভরকর ছিলেন একজন সেনা কর্মকর্তা।
কর্মজীবন
তিনি ১৯৬৮ সালে মন কা মিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি হিট হয়েছিল এবং তিনি রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। তিনি হেমা মালিনী এবং মুমতাজের পাশাপাশি ৭০-এর দশকের প্রথম দিকের শীর্ষ নায়িকাদের একজন ছিলেন। ভারতীয় গায়ক কিশোর কুমারের সাথে বিয়ের পর দুইটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি বলিউড ছেড়েছিলেন।[৪]
ব্যক্তিগত জীবন
তিনি ১৯৭৫ সালে গোয়ান রাজনৈতিক পরিবারের সন্তান সিদ্ধার্থ বন্দোদকরকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পরেই দুর্ঘটনাজনিত বন্দুকের আঘাতে সিদ্ধার্থ মারা যান, লীনা ২৫ বছর বয়সে বিধবা হয়ে যান। ১৯৮০ সালে তিনি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন।[৫] লীনার বাবা প্রাথমিকভাবে এই বিয়েতে আপত্তি করেছিলেন, কারণ কিশোর কুমার ইতিমধ্যেই তিনবার বিয়ে করেছিলেন এবং বয়সে লীনার থেকে ২০ বছরেরও বেশি বড় ছিলেন। পরবর্তীতে তিনি বিয়েতে রাজি হন।[৬] কিশোর কুমার ও লীনা চন্দাভরকরের সুমিত কুমার নামে একজন ছেলে রয়েছে। ১৯৮৭ সালে কিশোর কুমার মারা গেলে লীনা আবার ৩৭ বছর বয়সে বিধবা হয়ে যান। বর্তমানে তিনি তার ছেলে সুমিত, তার সৎ ছেলে অমিত কুমার ও তার স্ত্রীর সাথে থাকেন।[৭]
চলচ্চিত্রের তালিকা
বছর |
চলচ্চিত্র |
ভূমিকা |
সহ-অভিনেতা |
টীকা
|
১৯৮৯
|
মমতা কি ছাও মেঁ
|
লীনা রাই
|
রাজেশ খান্না
|
|
১৯৮৫
|
সরফারোশ
|
সিতা
|
জিতেন্দ্র
|
সহায়ক ভূমিকা
|
১৯৮০
|
জালিম
|
কিরণ
|
বিনোদ খান্না
|
|
প্যায়ার আজনাবি হ্যায়
|
|
কিশোর কুমার
|
|
১৯৭৮
|
ডাকু ঔর জওয়ান
|
সিতা
|
বিনোদ খান্না
|
সেমিহিট
|
নালায়েক
|
সিমা
|
জিতেন্দ্র
|
|
১৯৭৭
|
আফাত
|
ইন্সপেক্টর ছায়া
|
নাভিন নিশছল
|
|
আখরি গোলি
|
সুমন
|
সুনীল দত্ত
|
|
নামি চোর
|
ড. লিনা
|
বিশ্বজিৎ
|
|
ইয়ারোঁ কা ইয়ার
|
বিন্দিয়া
|
শত্রুঘ্ন সিনহা
|
|
১৯৭৬
|
বৈরাগ
|
সোনিয়া
|
দিলীপ কুমার
|
|
১৯৭৫
|
কৈদ
|
প্রীত
|
বিনোদ খান্না
|
হিট
|
জগ্গু
|
গীতা
|
শত্রুঘ্ন সিনহা
|
|
এক মহল হো সাপনো কা
|
সোনিয়া
|
ধর্মেন্দ্র
|
|
আপনে রঙ হাজার
|
মালতি
|
সঞ্জীব কুমার
|
|
১৯৭৪
|
বিদাই
|
পদ্মা ডি. দাস
|
জিতেন্দ্র
|
সুপারহিট
|
চোর চোর
|
হেমা
|
বিজয় আনন্দ
|
|
মঞ্চালি
|
লীনা
|
সঞ্জীব কুমার
|
সেমিহিট
|
ইমান
|
ইমলি
|
সঞ্জীব কুমার
|
|
১৯৭৩
|
আনহোনি
|
ড. রেখা
|
সঞ্জীব কুমার
|
সেমিহিট
|
এক কুঁওয়ারি এক কুঁওয়ারা
|
নীলা
|
রাকেশ রোশন
|
|
হানিমুন
|
মধু ভার্গব
|
অনিল ধাওয়ান
|
|
১৯৭২
|
দিল কা রাজা
|
গীতা
|
রাজ কুমার
|
|
১৯৭১
|
রাখওয়ালা
|
চাঁদনী
|
ধর্মেন্দ্র
|
|
চিঙ্গারি
|
রেশমা
|
সঞ্জয় খান
|
|
প্রীতম
|
শরন বি. সিনহা/বিন্দিয়া
|
শাম্মি কাপুর
|
|
জানে-আনজানে
|
মালা
|
শাম্মি কাপুর
|
|
ম্যায় সুন্দর হুঁ
|
রাধা
|
বিশ্বজিৎ
|
সেমিহিট
|
মেহবুব কি মেহন্দী
|
শাবানা
|
রাজেশ খান্না
|
|
১৯৭০
|
হামজোলি
|
রানীবালা রাই
|
জিতেন্দ্র
|
সুপারহিট
|
জওয়াব
|
চঞ্চল
|
জিতেন্দ্র
|
|
সাস ভি কাভি বহু থি
|
সাধনা দীপক চৌড়
|
সঞ্জয় খান
|
|
১৯৬৮
|
মন কা মিত
|
আরতি
|
সোম দত্ত
|
সেমিহিট
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ