এবং এই চলচ্চিত্রে অভিনেতা সাইমন সাদিক তার চলচ্চিত্র জীবনে প্রথম গান গেয়েছেন।[৮]
অভ্যর্থনা
দ্য ডেইলি স্টার বাংলা থেকে জাহিদ আকবর লেখেছেন "লাইভ সিনেমার আবহসংগীত যেভাবে শোনানো প্রয়োজন সেটা পাওয়া যায়নি। একটি সিনেমার আবহসংগীত সিনেমার অনেকখানি এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই সিনেমায় সেটা অবহেলিত। এই সিনেমায় সুন্দর গান ছিল যা নষ্ট হয়েছে গল্পের ঠিকমতো স্থানে না ব্যবহার করার কারণে। এইরকম কিছু বিষয় ছাড়া সিনেমাটা মন্দ না"।[৯]