রামের সুমতি (১৯৮৫-এর চলচ্চিত্র)

রামের সুমতি
পরিচালকশহিদুল আমিন
প্রযোজকবেগম আমেনা আহমেদ
চিত্রনাট্যকারশহিদুল আমিন
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
রামের সুমতি
শ্রেষ্ঠাংশে
সুরকারমনসুর আহমেদ
চিত্রগ্রাহকমোহাম্মদ সাঈদ খান
সম্পাদকলুৎফর রহমান
প্রযোজনা
কোম্পানি
জাভেদ ফিল্মস
পরিবেশকজাভেদ ফিল্মস
মুক্তি১৯৮৫ (1985)
স্থিতিকাল১১৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

রামের সুমতি শহিদুল আমিন পরিচালিত ১৯৮৫ সালে শিশুতোষ নাট্য চলচ্চিত্র।[] অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শহিদুল আমিন। এক গ্রাম্য কিশোরের দুরন্তপণার গল্প চিত্রিত হয়েছে এই ছবিতে। এতে নাম ভূমিকায় (রাম) অভিনয় করেছেন জয়, তার বউদির ভূমিকায় ববিতা[] এবং তার দাদা শ্যামের চরিত্রে প্রবীর মিত্র[]। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন সুচন্দা, রওশন জামিল, নার্গিস, সাদেক বাচ্চু, সাইফুদ্দিন, আশীষ কুমার লোহ প্রমুখ। এটি সাদেক বাচ্চু অভিনীত প্রথম চলচ্চিত্র।[]

এই চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয়ের জন্য জয় শ্রেষ্ঠ শিশু শিল্পী ও তার বউদি চরিত্রে অভিনয়ের জন্য ববিতা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[]

কাহিনী সংক্ষেপ

রাম গ্রামের দুষ্ট ও দুরন্ত কিশোর। গ্রামের লোকজন তার দুরন্তপণায় অতিষ্ঠ। আজ কারো গাছের ফল চুরি করেছে, তো কাল কারো পুকুরের মাছ চুরি করেছে এমন নালিশ অহরহ আসছে। তার বড় ভাই শ্যাম জমিদারের অধীনে কাজ করে। সে তাকে শাসন করে। শুধু তার বউদি নারায়ণীকে সে মান্য করে। একদিন জমিদারের ছেলের সাথে বিবাদে জড়িয়ে গেলে নারায়ণী তাকে শাসন করে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এতে মনঃক্ষুণ্ণ হয়ে এবং আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন হলে সে তার ভুল বুঝতে পারে এবং তার সকল সম্পত্তি তার ভাইপোকে দিয়ে গ্রাম ছেড়ে তার মামা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

কুশীলব

সঙ্গীত

রামের সুমতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন মনসুর আহমেদ। গীত রচনা করেছেন মাসুদ করিম। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শামীমা ইয়াসমিন দীবা ও বেবি নওরিন।

গানের তালিকা

নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."রুমঝুম নূপুর বাজে"মাসুদ করিমসাবিনা ইয়াসমিন:
২."আজ দাদুর বিয়ে"মাসুদ করিমবেবি নওরিন ও শামীমা ইয়াসমিন দীবা:

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. পারভেজ, রুবেল (সেপ্টেম্বর ২১, ২০১৬)। "'পঞ্চসঙ্গী'র পাঁচালি এবং বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. মুৎসুদ্দী, ইলা (৭ নভেম্বর ২০১৩)। "কিংবদন্তি নায়িকা ববিতা"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. হেনা, শাহনাজ (৩০ এপ্রিল ২০১৫)। "প্রবীর মিত্রের একাল আর সেকাল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ 
  4. মঈনুদ্দীন, অভি (২৫ এপ্রিল ২০১৫)। "মডেল হলেন সাদেক বাচ্চু"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ 
  5. "পপি থেকে অসাধারণ 'ববিতা'র গল্প"মিডিয়া খবর। আগস্ট ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!