রাজ্যপাল কম্বোজ পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা ছিলেন।
ইর্দা তাম্রশাসনে উল্লেখ
১৯৩১ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত[১] ইর্দা তাম্রশাসনে কম্বোজ রাজাদের বংশতালিকার বর্ণনা রয়েছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এই তাম্রশাসন দশম শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছে। এই তাম্রশাসনে কম্বোজবংশতিলক পরমসৌগত মহারাজাধিরাজ পরমেশ্বর পরমভট্টারক উপাধিধারী রাজ্যপালের উল্লেখ রয়েছে।[২]:৩১৫[৩]:৩৮২,৩৮৩[৪]:২০৮,২১০
?কম্বোজান্বয় গৌড়পতি
দশম শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত[৫]:৫৪ দিনাজপুর স্তম্ভলিপিতে কম্বোজান্বয় গৌড়পতির উল্লেখ রয়েছে। অপরদিকে ইর্দা তাম্রশাসন একই সময়ে নির্মিত হওয়ায় কম্বোজান্বয় গৌড়পতি এবং কম্বোজবংশতিলক রাজ্যপাল একই ব্যক্তি বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এই মত অবশ্য অধিকাংশ ঐতিহাসিকেরা মানতে চাননি কারণ পরমসৌগত উপাধিধারী রাজ্যপাল অবশ্যই একজন বৌদ্ধধর্মাবলম্বী ছিলেন, অপরদিকে দিনাজপুর স্তম্ভলিপিতে উল্লিখিত রাজা ছিলেন শৈব।[৬]:৩৮০, ৩৮৩[৭]:১০৯[২]:৩১৬, ৩১৮[৫]:৫৪[৮]:৪১৩[৯]:৩৭৯, ৩৮০
তথ্যসূত্র
- ↑ Epigraphia Indica, XXII, 1933-34, pp 150-158, Dr N. G. Majumdar
- ↑ ক খ K. S. Dardi, Ancient Kamboja, People and the Country, 1981
- ↑ Dr R. K. Mukerjee; Ancient India, 1956
- ↑ S Kirpal Singh, The Kambojas Through the Ages, 2005
- ↑ ক খ Dr. R. C. Majumdar, Dr A. D. Pusalkar, History and Culture of Indian People, The Age of Imperial Kanauj, 1964,
- ↑ Dr Benoychandra Sen, Some Historical Aspects of the Inscriptions of Bengal: Pre-Muhammadan Epochs, 1942
- ↑ Journal of the Varendra Research Museum, Vol.1-4 1972-1975/1976, Varendra Research Museum - Bangladesh
- ↑ B. P. Sinha, Decline of the Kingdom of Magadha
- ↑ B. C. Sen, Some Historical Aspects of the Inscriptions of Bengal