রাজা গোপিনাথের ধাপ বা রাজা গোপিনাথের ভিটা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা[১]
অবস্থান
রাজা গোপিনাথের ধাপ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় স্কন্দের ধাপ থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা।[২]
বিবরণ
রাজা গোপিনাথের ধাপ দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৪৫ মিটার ও উচ্চতা ১.৮৯ মিটার আয়তনের একটি ঢিবি। একসময় ের ভিতরে আনেক ইট পাথর ছিল। শিবগঞ্জ উপজেলার অন্যান্য ১০টি ঢিবির মতোই এই ঢিবিটির প্রাচীন ইট ও মাটির নিচের ভিত্তিমূলে যেসব ইট ছিলো তা স্থানীয়রা খুঁড়ে বের করে সরিয়ে নিয়েছে।[২]
আরও দেখুন
তথ্যসূত্র