রমেন রায় চৌধুরী (জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৪৪ – মৃত্যু ১৯ মার্চ ২০১৯) ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি গল্প হলেও সত্যি, সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছা রামের বাগান, অভিষেক, সর্বজয়া, ত্যাগ, জেহাদ ইত্যাদি ছবিতে কখনো পার্শ চরিত্রে কখনো বা খলনায়কের চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শকদের মন জয় করেছেন।[১][২][৩][৪]
চলচ্চিত্রের তালিকা
- সবুজ দ্বীপের রাজা (১৯৭৯)
- বাঞ্ছারামের বাগান (১৯৮০)
- দ্য সার্চ (১৯৮১)
- দ্য ক্যাস ইজ ক্লোজড (১৯৮২)
- বৈদুর্য রহস্য (১৯৮৫)
- অগ্নি সংকেত (১৯৮৮)
- বদনাম (১৯৯০)
- দেবতা (১৯৯০)
- ঘরের বউ (১৯৯০)
- ভাঙাগড়া (১৯৯০)
- জোয়ার ভাটা (১৯৯০)
- প্রিয়া (১৯৯২)
- শ্বেত পাথরের থালা (১৯৯২)
- প্রেমী (১৯৯৩)
- মান সম্মান (১৯৯৩)
- মহাভারতী (১৯৯৪)
- সর্বজয়া (১৯৯৪)
- লাঠি (১৯৯৬)
- দায় দায়িত্ব (১৯৯৯)
- চুড়িওয়ালা (২০০১)
- সাথী (২০০২)
- আবার অরণ্যে (২০০৩)
- অভিষেক (২০০৩)
- জেহাদ (২০০৩)
- কুলি (২০০৪)
- ত্যাগ (২০০৪)
- স্বপ্ন (২০০৫)
- সংঘর্ষ (২০০৬)
- নবাব নন্দিনী (২০০৭)
- ছোয়া পাওয়া (২০০৯)
- বেলাশেষে (২০০৯)
- লাভ সার্কাস (২০১০)
- দিদিভাই (২০১০)
- পথ যদি না শেষ হয় (২০১০)
- প্রাইভেট প্র্যাকটিস (২০১১)
- ছায়াময় (২০১৩)
- মন ভাঙা আইন (২০১৩)
- আরো কাছা কাছি (২০১৪)
- লাডলা নম্বর ১ (২০১৬)
- প্রবাহিনী (২০১৬)
- হাসন রাজা ২০১৭)
- আই অ্যাম ইন্ডিয়ান (২০১৮)
- শুধু তোমারই জন্য (২০১৮)
- নির্ভয়া (২০১৮)
- মৌমিতা (২০১৮)
- প্রেমের গ্যারান্টি (২০১৯)
- রহস্য (২০১৯)
- কাকা ভাইপো (২০১৯)
- তার গল্প (২০২২)
তথ্যসূত্র
বহিঃসংযোগ