মিসকিন শাহ |
---|
মিসকিন শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার ও মসজিদ |
|
জন্ম | |
---|
মৃত্যু | নিজ তকিয়ায় |
---|
সমাধিস্থল | চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম |
---|
ধর্ম | সুন্নি ইসলাম |
---|
|
ভিত্তিক | চকবাজার, চট্টগ্রাম |
---|
মোল্লা মিসকিন শাহ বা মিসকিন শাহ নামে অধিক পরিচিত। চট্টগ্রামের একজন বিখ্যাত সুফি সাধক।
জীবনী
মোল্লা মিসকিন শাহ চট্টগ্রামের রাউজানের কদলপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাস্তবিক জীবনের প্রতি অমনোযোগী ছিলেন। সাম্প্রতিককালে উদ্ধার করা মুগল সম্রাট আওরঙ্গজেবের একটি আদেশে উল্লেখ রয়েছে যে, সম্রাট সুবাহ বাংলার ইসলামাবাদ সরকারের অন্তর্গত হাভেলী চট্টগ্রাম পরগণায় বিশ বিঘা জমি মোল্লা মিসকিনকে জীবিকা ভাতা (‘মদদ-ই-মা‘আশ’) হিসেবে মঞ্জুর করেন। ১১০৩ হিজরিতে (১৬৯১-৯২ খ্রি) জারিকৃত এই আদেশে মোল্লা মিসকিনের পিতার নাম সিপাহ্দু এবং পিতামহের নাম শেখ সারদু মুগলী সিদ্দিকী উল্লেখ করা হয়েছে। আদেশটির তারিখের ভিত্তিতে মোল্লা মিসকিন শাহকে সতেরো শতকের সুফি সাধক এবং তাঁর মাযার সন্নিহিত শাহী মসজিদটি নির্মাণরীতির দিক থেকে আওরঙ্গজেবের শাসনামলের বলে চিহ্নিত করা যায়।[১] মোল্লা মিসকিন শাহ সাধনারত অবস্থায় চট্টগ্রামের চন্দনপুরায় নিজ তকিয়ায় মৃত্যুবরণ করেন।
তসবীর
তথ্যসূত্র