মোরশেদ আলী খান পন্নী

মোর্শেদ আলী খান পন্নী একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতিবিদ এবং টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য।

মোরশেদ আলী খান
প্রাক্তন সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

শৈশব ও জন্ম

পন্নীর জন্ম করটিয়া জমিদার পরিবারে। তার বড় ভাই ওয়াজেদ আলী খান পন্নী বান্টিং, জমিদারী এস্টেটের তত্ত্বাবধায়ক। ২০০০ সালে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠিত বিদ্যালয় লাইটহাউস স্কুলে বান্টিং এস্টেটের রোকেয়া মঞ্জিলকে ভাড়া দেওয়ার পরে এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়েছিল। [][]

কর্মজীবন

পন্নী ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [] জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ১৯৮৮ সালে টাঙ্গাইল -৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [][]

তথ্যসূত্র

  1. "Masked men burn down Shibir-run school"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  2. "Why are our neighbours wary?"Rediff। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  3. "List of 2nd Parliament members" (পিডিএফ)parliament.gov.bd। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  4. "List of 4th Parliament members" (পিডিএফ)parliament.gov.bd। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  5. Conference, Unesco General (১৯৮০)। Records of the General Conference of the United Nations Educational, Scientific and Cultural Organization (ফরাসি ভাষায়)। Unesco। পৃষ্ঠা 6। আইএসবিএন 9789230020101। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!