মোর্শেদ আলী খান পন্নী একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর রাজনীতিবিদ এবং টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য।
শৈশব ও জন্ম
পন্নীর জন্ম করটিয়া জমিদার পরিবারে। তার বড় ভাই ওয়াজেদ আলী খান পন্নী বান্টিং, জমিদারী এস্টেটের তত্ত্বাবধায়ক। ২০০০ সালে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠিত বিদ্যালয় লাইটহাউস স্কুলে বান্টিং এস্টেটের রোকেয়া মঞ্জিলকে ভাড়া দেওয়ার পরে এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়েছিল। [১][২]
কর্মজীবন
পন্নী ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [৩] জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ১৯৮৮ সালে টাঙ্গাইল -৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [৪][৫]
তথ্যসূত্র