মুনমুন |
---|
|
জন্ম | (1981-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৮১ (বয়স ৪৩)
রামপুরা, ঢাকা, বাংলাদেশ |
---|
জাতীয়তা | বাংলাদেশী |
---|
পেশা | অভিনেত্রী |
---|
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
---|
সন্তান | ২ |
---|
মুনমুন (৩০ সেপ্টেম্বর ১৯৮১) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[১] তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২][৩] সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। সর্বশেষ ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন তিনি।[৪] চলচ্চিত্রে নগ্নতা ও অশ্লীলতার জন্য তিনি সমালোচিত।
ব্যক্তিগত জীবন
মুনমুন ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানে।
তিনি উচ্চ-মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন।
মুনমুন ২০০৩ সালে সিলেটের একজন ব্যবসায়ীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হলে, যুক্তরাজ্যে চলে যান। ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে, ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে এই বিয়েও বিচ্ছেদ হয়।[৫][৬]
কর্মজীবন
মুনমুন ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন।[৭] তিনি এহতেসামের সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন, কিন্তু তিনি তার অভিনয়ের দক্ষতা দেখে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এহতেসাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায়, কর্মজীবনের শুরুতেই থেমে যেতে হয় তাকে। এরপর মুনমুনের নৃত্যপরিচালক মাসুম বাবুলের সাথে সখ্যতা গড়ে উঠলে, তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।[৬] দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। তার অভিনীত মালেক আফসারী পরিচালিত মৃত্যুর মুখে চলচ্চিত্রটি দারুন ব্যবসা সফল হয়। এছাড়াও তিনি রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাকিব খানের বিপরীতে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।[৮]
চলচ্চিত্র থেকে অবসরের পর তিনি বিভিন্ন জেলা শহরে আয়োজিত মেলাতে আসা সার্কাস অনুষ্ঠানে দ্বৈত নৃত্য পরিবেশনা শুরু করেন।[৯]
চলচ্চিত্রের তালিকা
মুনমুন অভিনীত মুক্তি পাওয়া সকল চলচ্চিত্রের তালিকা
নং |
বছর |
চলচ্চিত্রের নাম |
সহ-অভিনেতা |
পরিচালক |
মুক্তির তারিখ
|
১ |
১৯৯৬ |
আজকের সন্ত্রাসী |
বাপ্পারাজ |
জীবন রহমান |
২১.০৬.১৯৯৬
|
২ |
মৌমাছি |
শামস |
এহতেশাম |
২৭.০৯.১৯৯৬
|
৩ |
১৯৯৭ |
বেঈমানির শাস্তি |
রুবেল |
কমল সরকার |
২২.০৮.১৯৯৭
|
৪ |
টারজান কন্যা |
আমিন খান |
ফজল আহমেদ বেনজীর |
১২.০৯.১৯৯৭
|
৫ |
জলদস্যু |
শাহিন আলম |
দেলোয়ার জাহান ঝন্টু |
০৭.১১.১৯৯৭
|
৬ |
১৯৯৮ |
মৃত্যুর মুখে |
ইলিয়াস কাঞ্চন |
মালেক আফসারী |
২৭.০২.১৯৯৮
|
৭ |
শক্তির লড়াই |
শাহিন আলম |
ইফতেখার জাহান |
২০.০৩.১৯৯৮
|
৮ |
শত্রু সাবধান |
রুবেল |
মাসুদ পারভেজ |
০১.০৫.১৯৯৮
|
৯ |
জল্লাদ |
মুন্না |
জি এ সরকার |
২৮.০৮.১৯৯৮
|
১০ |
রক্তের অধিকার |
মেহেদী |
শেখ জামাল |
২০.১১.১৯৯৮
|
১১ |
১৯৯৯ |
রাণী কেন ডাকাত |
আমিন খান |
বাদশা ভাই |
২৯.০৩.১৯৯৯
|
১২ |
স্পর্ধা |
ইলিয়াস কাঞ্চন |
মোস্তাফিজুর রহমান বাবু |
০৭.০৫.১৯৯৯
|
১৩ |
মুন্না মাস্তান |
ইলিয়াস কাঞ্চন |
সেলিম আজম |
০৯.০৭.১৯৯৯
|
১৪ |
লঙ্কাকাণ্ড |
জুয়েল |
শেখ জামাল |
২৩.০৭.১৯৯৯
|
১৫ |
জবর দখল |
ইলিয়াস কাঞ্চন |
কাজী হায়াৎ |
৩০.০৭.১৯৯৯
|
১৬ |
বাঘের থাবা |
রুবেল |
মাসুদ পারভেজ |
০৬.০৮.১৯৯৯
|
১৭ |
রাজা – মান্না |
মালেক আফসারী |
১৩.০৮.১৯৯৯ |
|
১৮ |
ডাণ্ডা মেরে ঠাণ্ডা |
আমিন খান |
আজিজুর রহমান বুলি |
০১.১০.১৯৯৯
|
১৯ |
চক্রান্তের শিকার |
মাসুদ হাসান |
এম এ মালেক |
০৮.১০.১৯৯৯
|
২০ |
মরণ কামড় |
মান্না |
মালেক আফসারী |
১৫.১০.১৯৯৯
|
২১ |
শিবাগুণ্ডা |
ইলিয়াস কাঞ্চন |
আজিজ আহমেদ বাবুল |
২২.১০.১৯৯৯
|
২২ |
মেয়েরাও মাস্তান |
নাঈম |
স্বপন চৌধুরী |
১৯.১১.১৯৯৯
|
২৩ |
২০০০ |
জিদ্দি সন্তান |
ইলিয়াস কাঞ্চন |
জিল্লুর রহমান ময়না |
০৯.০১.২০০০
|
২৪ |
লণ্ডভণ্ড |
আমিন খান |
বাদশা ভাই |
০৪.০২.২০০০
|
২৫ |
বিষে ভরা নাগিন |
শাকিব খান |
দেলোয়ার জাহান ঝন্টু |
১৮.০২.২০০০
|
২৬ |
জানের জান |
শাকিব খান |
মোস্তাফিজুর রহমান বাবু |
১৭.০৩.২০০০
|
২৭ |
লেডি রংবাজ |
আমিন খান |
মোস্তাফিজুর রহমান বাবু |
০৭.০৪.২০০০
|
২৮ |
সাইক্লোন |
রুবেল |
এ জে রানা |
১৯.০৫.২০০০
|
২৯ |
যাবি কই |
শাকিল খান |
ওয়াকিল আহমেদ |
০২.০৬.২০০০
|
৩০ |
পাল্টা হামলা |
শাকিব খান |
এফ আই মানিক |
১১.০৮.২০০০
|
৩১ |
ওরা সোলজার |
রুবেল |
আর এ খান |
১৮.০৮.২০০০
|
৩২ |
রাজা রানী |
আমিন খান |
বি এইচ নিশান |
১৫.০৯.২০০০
|
৩৩ |
কসম বাংলার মাটি |
শাকিব খান |
মনোয়ার খোকন |
০৬.১০.২০০০
|
৩৪ |
জোর যার মুল্লুক তার |
আমিন খান |
বাদল খন্দকার |
১৩.১০.২০০০
|
৩৫ |
ভয়াবহ |
আমিন খান |
মোস্তাফিজুর রহমান বাবু |
০৩.১১.২০০০
|
৩৬ |
বিষাক্ত নাগিন |
শাকিব খান |
এম এম সরকার |
১০.১১.২০০০
|
৩৭ |
কাটা রাইফেল |
আমিন খান |
পি এ কাজল |
২৮.১২.২০০০
|
৩৮ |
২০০১ |
দুই নাগিন |
শাকিব খান |
দেলোয়ার জাহান ঝন্টু |
০৭.০৩.২০০১
|
৩৯ |
হিম্মত |
শাকিব খান |
এম এম সরকার |
১১.০৫.২০০১
|
৪০ |
ঠেকাও মাস্তান |
আমিন খান |
মালেক আফসারী |
১৮.০৫.২০০১
|
৪১ |
জন্মশত্রু |
মান্না |
আবিদ হাসান বাদল |
১৫.০৬.২০০১
|
৪২ |
গণদুশমন |
মান্না |
মনোয়ার হোসেন ডিপজল |
০৩.০৮.২০০১
|
৪৩ |
নাটের গুরু |
শাকিব খান |
সৈয়দ মুখলেসুর |
১০.০৮.২০০১
|
৪৪ |
নানা ভাই |
আমিন খান |
বাদশা ভাই |
০৭.০৯.২০০১
|
৪৫ |
দানব |
মান্না |
বদিউল আলম খোকন |
১৭.১২.২০০১
|
৪৬ |
ঢাকাইয়া মাস্তান |
অতিথি শিল্পী |
মনতাজুর রহমান আকবর |
১৭.১২.২০০১
|
৪৭ |
২০০২ |
পাগলা বাবা |
শাকিব খান |
চৌধুরী জীবন |
০১.০২.২০০২
|
৪৮ |
বোবা খুনি |
শাকিব খান |
বাদশা ভাই |
০৮.০২.২০০২
|
৪৯ |
ভণ্ড ওঝা |
শাকিব খান |
পি এ কাজল |
২৩.০২.২০০২
|
৫০ |
দাদাগিরি |
আমিন খান |
শরীফ উদ্দিন খান |
২২.০৩.২০০২
|
৫১ |
বিজলি তুফান |
ড্যানি সিডাক |
দেলোয়ার জাহান ঝন্টু |
২৯.০৩.২০০২
|
৫২ |
ভয়ংকর পরিণাম |
আমিন খান |
মোস্তাফিজুর রহমান বাবু |
১৯.০৪.২০০২
|
৫৩ |
জগী ঠাকুর |
আমিন খান |
বাদশা ভাই |
১০.০৫.২০০২
|
৫৪ |
বুকের পাটা |
আমিন খান |
শাহাদাৎ হোসেন লিটন |
১৭.০৫.২০০২
|
৫৫ |
খল নায়িকা |
শাকিব খান |
শাহেদ চৌধুরী |
০২.০৮.২০০২
|
৫৬ |
স্ত্রীর মর্যাদা |
শাকিব খান |
এফ আই মানিক |
৩০.০৮.২০০২
|
৫৭ |
ডাইরেক্ট এ্যাকশন |
ওস্তাদ জাহাঙ্গীর আলম |
ওস্তাদ জাহাঙ্গীর আলম |
২৭.১২.২০০২
|
৫৮ |
২০০৩ |
মার্ডার |
ফারদিন |
এম এ রহিম |
১০.০১.২০০৩
|
৫৯ |
দূর্ধর্ষ খুনী |
আমিন খান |
শরীফ উদ্দিন খান দিপু |
২৮.০৩.২০০৩
|
৬০ |
সাহসী সন্তান |
ওস্তাদ জাহাঙ্গীর আলম |
ওস্তাদ জাহাঙ্গীর আলম |
১৮.০৪.২০০৩
|
৬১ |
ধর মাস্তান |
রুবেল |
স্বপন চৌধুরী |
২৩.০৫.২০০৩
|
৬২ |
যুদ্ধ ঘোষণা |
আলেকজান্ডার বো |
রহিম শাকিল |
২৭.০৬.২০০৩
|
৬৩ |
খালাস |
রুবেল |
শাহিন সুমন |
০৪.০৭.২০০৩
|
৬৪ |
গোপন আস্তানা |
আমিন খান |
এম এম সরকার |
২৯.০৮.২০০৩
|
৬৫ |
মাসুদ রানা এখন ঢাকায় |
রানা হামিদ |
সুজাউর রহমান সুজা |
০৫.০৯.২০০৩
|
৬৬ |
কেয়ামত |
আমিন খান |
রাজু চৌধুরী |
১২.০৯.২০০৩
|
৬৭ |
ক্ষ্যাপা |
আলেকজান্ডার বো |
হারুনুজ্জামান |
১০.১০.২০০৩
|
৬৮ |
২০০৪ |
ওরা লড়াকু |
আমিন খান |
আর এন খান |
১৬.০১.২০০৪
|
৬৯ |
ডেঞ্জার মিশন |
রুবেল |
আজাদ খান |
২০.০২.২০০৪
|
৭০ |
গুরুদেব |
শাকিব খান |
আনোয়ার চৌধুরী জীবন |
২৭.০২.২০০৪
|
৭১ |
সেয়ানে সেয়ানে টক্কর |
ওস্তাদ জাহাঙ্গীর আলম |
এম এ রহিম |
৩০.০৪.২০০৪
|
৭২ |
নিষিদ্ধ নারী |
আমিন খান/ড্যানি সিডাক |
মোহাম্মদ হোসেন |
২৮.০৫.২০০৪
|
৭৩ |
মহিলা হোস্টেল |
আলেকজান্ডার বো |
স্বপন চৌধুরী |
২৪.০৯.২০০৪
|
৭৪ |
২০০৬ |
দাঁত ভাঙ্গা জবাব |
শাকিল খান |
সালাউদ্দিন |
০৯.০৬.২০০৬
|
৭৫ |
২০১০ |
বাংলার কিংকং |
শামীম শাহ্ |
ইফতেখার জাহান |
২৮.০৫.২০১০
|
৭৬ |
২০১০ |
কুমারী মা |
আসিফ ইকবাল |
শাহাদাৎ হোসেন লিটন |
০৬.০৯.২০১৩
|
৭৭ |
২০১৪ |
লাট্টু কসাই |
শাকিব খান |
পি এ কাজল |
২৮.০২.২০১৪
|
৭৮ |
২০১৬ |
বায়ান্ন থেকে একাত্তর |
বিশেষ শিল্পী |
দেলোয়ার জাহান ঝন্টু |
২৩.১২.২০১৬
|
৭৯ |
২০১৮ |
মেঘকন্যা |
বিশেষ শিল্পী |
মিনহাজুল ইসলাম |
১২.১০.২০১৮
|
সমালোচনা
মুনমুন বাংলা চলচ্চিত্রে অন্যতম বিতর্কিত নায়িকা। তাকে বেশ কিছু চলচ্চিত্রে নগ্নভাবে দেখা যায়। চলচ্চিত্রে নগ্নতা, অর্ধনগ্ন ও অশ্লীলতার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।[৪]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ