মির্জাবাড়ী ইউনিয়নের মোট আয়তন ৪৬৫৬ একর।ঘরবাড়ির সংখ্যা ৬৩৪৬ টি।[২] গ্রমের সংখ্যা ১৮ টি।
জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী মির্জাবাড়ী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪২৭৮ জন।এদের মধ্যে ১১৮৪২ জন পুরূষ এবং ১২৪৩৬ জন মহিলা।[৩] প্রতি ব:কি: এ ১২৮৮ জন লোক বাস করে।[২]
শিক্ষা
মির্জাবাড়ি ইউনিয়নে ২ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি আলিয়া মাদ্রাসা রয়েছে। এখানে কয়েকটি প্রাইমারী স্কুল ও এবতেদায়ি মাদ্রাসা আছে। তাছাড়া মসজিদ ভিত্তিক পড়ানো হয়। উচ্চমাধ্যমিক স্কুল হল ব্রাহ্মণবাড়ী হাইস্কুল ও আম্বাড়ীয়া হাইস্কুল ও মাদ্রাসা হল রাধানগর ব্রাহ্মণবাড়ী ফাজেল (ডিগ্রী) মাদ্রাসা। প্রাইমারী স্কুলগুলি ব্রাহ্মণবাড়ী, মজিদচালা,ভবানীটেকি, ফাজিলপুর,হাসিল ও আম্বাড়িয়া অবস্থিত।