মাঈন উদ্দিন ভূঁইয়া

মাঈন উদ্দিন ভূঁইয়া
ঢাকা-২৬ আসনের সাংসদ
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
পূর্বসূরীকাজী সাহাবুদ্দিন আহমেদ
উত্তরসূরীআসাদুল হক খসরু
নরসিংদী-৫ আসনের সাংসদ
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
পূর্বসূরীআসাদুল হক খসরু
উত্তরসূরীআবদুল আলী মৃধা
কৃষি উপমন্ত্রী
কাজের মেয়াদ
৩ আগস্ট ১৯৮৫ – ২৩ মার্চ ১৯৮৬ (পদত্যাগ)
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ অক্টোবর ১৯৪৮
নরসিংদী জেলা
মৃত্যু১১ ফেব্রুয়ারি ২০১৫
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলজাতীয় পার্টি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

মাঈন উদ্দিন ভূঁইয়া (১৫ অক্টোবর ১৯৪৮-১১ ফেব্রুয়ারি ২০১৫) বাংলাদেশের সাবেক কৃষি-উপমন্ত্রী, জাতীয় সংসদের হুইপনরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

জন্ম ও প্রাথমিক জীবন

মাঈন উদ্দিন ভূঁইয়া ১৫ অক্টোবর ১৯৪৮ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত জালাল উদ্দিন ভূঁইয়া। []

রাজনৈতিক ও কর্মজীবন

মাঈন উদ্দিন ভূঁইয়া ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনীতি শুরু করে ১৯৭২ সালে ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিএনপির প্রতিষ্ঠালগ্নে তিনি কেন্দ্রীয় যুগ্মসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[] ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে প্রথমবারের জন্য বিলুপ্ত ঢাকা-২৬ (বর্তমান নরসিংদী-৫ রায়পুরা) আসনের সাংসদ নির্বাচিত হন।[][] ১৯৮৫ সালে তিনি জাতীয় পার্টিতে যোগদিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপকৃষি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮-১৯৯০ সালে তিনি নরসিংদী জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[]

মৃত্যু

মাঈন উদ্দিন ভূঁইয়া ১১ ফেব্রুয়ারি ২০১৫ সালে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০ 
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০ 
  3. "সাবেক কৃষি-উপমন্ত্রী মাঈন উদ্দিন ভূঁইয়ার ইন্তেকাল"জাগোনিউজ২৪.কম। ১১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০ 
  4. "আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রচারণায় নেই বিএনপি | সারাদেশ"দৈনিক ইত্তেফাক। ৩০ জুন ২০১৮। ১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!