মাইকেল বক্সাল
|
|
পূর্ণ নাম |
মাইকেল জোসেফ বক্সাল[১] |
---|
জন্ম |
(1988-08-18) ১৮ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৬) |
---|
জন্ম স্থান |
অকল্যান্ড, নিউজিল্যান্ড |
---|
উচ্চতা |
১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১] |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
মিনেসোটা ইউনাইটেড |
---|
জার্সি নম্বর |
১৫ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাইকেল জোসেফ বক্সাল (ইংরেজি: Michael Boxall; জন্ম: ১৮ আগস্ট ১৯৮৮; মাইকেল বক্সাল নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব মিনেসোটা ইউনাইটেড এবং নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৫ সালে, বক্সাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নিউজিল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
মাইকেল জোসেফ বক্সাল ১৯৮৮ সালের ১৮ই আগস্ট তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
বক্সাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৫ সালে তিনি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বক্সাল ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত নিউজিল্যান্ড অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
২০১১ সালের ২৫শে মার্চ তারিখে, ২২ বছর, ৭ মাস ও ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বক্সাল চীনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্ড্রু বোয়েন্সের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচে তিনি ১৬ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি চীন ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের বছরে বক্সাল সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
নিউজিল্যান্ড |
২০১১ |
৩ |
০
|
২০১২ |
৪ |
০
|
২০১৪ |
৪ |
০
|
২০১৫ |
৩ |
০
|
২০১৬ |
৬ |
০
|
২০১৭ |
১১ |
০
|
২০১৯ |
১ |
০
|
সর্বমোট |
৩২ |
০
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ