মসজিদে তোবা বা তোবা মসজিদ (উর্দু: مسجد طوبٰی) গোল মসজিদ নামেও পরিচিত,[১][২] পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচী শহরের একটি মসজিদ। এটি করাচীর ডিএইচএ (প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষ) এর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত।[২][৩]
মসজিদটির নির্মাণকাজ ১৯৬৬ সালে শুরু হয় এবং ১৯৬৯ সালে শেষ হয়। মসজিদটির নকশা করেন পাকিস্তানি স্থপতি বাবর হামিদ চৌহান এবং প্রকৌশলী ছিলেন জহির হায়দার নকভি। এই মসজিদটিতে ৫,০০০ লোকের স্থান সংকুলান হয়।[২][৩]
মসজিদটির অনন্য বৈশিষ্ট্য
- মসজিদটির কেন্দ্রীয় প্রার্থনা হলটিতে কোন স্তম্ভ নেই বলে একে বিশ্বের বৃহত্তম একক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে দাবি করা হয়। এর বিশাল গম্বুজটি আশেপাশের নিচু প্রাচীরের উপর রক্ষিত।[১][২]
- ২০১৮ সালের হিসেবে বিশ্বের ১৮ তম বৃহত্তম মসজিদ।[১]
চিত্রশালা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
মসজিদে তোবা সংক্রান্ত মিডিয়া রয়েছে।