মরক্কী ফুটবল ফেডারেশন (আরবি: الجامعة الملكية المغربية لكرة القدم, ফরাসি: Fédération royale marocaine de football), ইংরেজি: Royal Moroccan Football Federation; এছাড়াও সংক্ষেপে আরএমএফএফ নামে পরিচিত) হচ্ছে মরক্কোরফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত।