মরক্কী ফুটবল ফেডারেশন

মরক্কী ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫৬; ৬৯ বছর আগে (1956)[][]
সদর দপ্তররাবাত, মরক্কো
ফিফা অধিভুক্তি১৯৬০[]
ক্যাফ অধিভুক্তি১৯৬০
সভাপতিমরক্কো ফৌজি লেকজা
সহ-সভাপতিমরক্কো হামজা এল হাজুই
ওয়েবসাইটfrmf.ma

মরক্কী ফুটবল ফেডারেশন (আরবি: الجامعة الملكية المغربية لكرة القدم, ফরাসি: Fédération royale marocaine de football), ইংরেজি: Royal Moroccan Football Federation; এছাড়াও সংক্ষেপে আরএমএফএফ নামে পরিচিত) হচ্ছে মরক্কোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত।

এই সংস্থাটি মরক্কোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বতোলা, মরক্কী সিংহাসন কাপ এবং মরক্কী সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফৌজি লেকজা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তারিক নাজেম।

কর্মকর্তা

১১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ফৌজি লেকজা
সহ-সভাপতি হামজা এল হাজুই
সাধারণ সম্পাদক তারিক নাজেম
কোষাধ্যক্ষ আইনুচ জেলুল
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক মোহাম্মেদ মাকরুফ
প্রযুক্তিগত পরিচালক অসিয়ান রবার্টস
ফুটসাল সমন্বয়কারী মোহামেদ কাদারি
জাতীয় দলের কোচ (পুরুষ) ওয়াহিদ হালিলহোজিচ
জাতীয় দলের কোচ (নারী) লামিয়া বুমেহদি
রেফারি সমন্বয়কারী ইয়াহিয়া হাদকা

তথ্যসূত্র

  1. Histoire du Football au Maroc, federation royal marocaine de football 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:মরক্কো-এ ফুটবল টেমপ্লেট:মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!