ভিক্টর নিয়াচি
|
পূর্ণ নাম | ভিক্টর মুনিয়ারাদজি নিয়াচি |
---|
জন্ম | (1992-07-08) ৮ জুলাই ১৯৯২ (বয়স ৩২) হারারে, জিম্বাবুয়ে |
---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
---|
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম |
---|
ভূমিকা | বোলার |
---|
|
জাতীয় দল | |
---|
টেস্ট অভিষেক (ক্যাপ ১১১) | ১৯ জানুয়ারি ২০২০ বনাম শ্রীলঙ্কা |
---|
শেষ টেস্ট | ২২ ফেব্রুয়ারি ২০২০ বনাম বাংলাদেশ |
---|
|
---|
|
|
|
---|
|
ভিক্টর নিয়াচি (ইংরেজি: Victor Nyauchi; জন্ম: ৮ জুলাই, ১৯৯২) হারারে এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার।[১] জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০২০-এর দশক থেকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলস ও মাউন্টেনিয়ার্স বি দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতে ফাস্ট মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
২০১৪ সাল থেকে ভিক্টর নিয়াচি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে মাউন্টেনিয়ার্সের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীর মর্যাদাপ্রাপ্ত হয়েছেন। আট খেলায় অংশ নিয়ে ৩১টি ডিসমিসাল ঘটান তিনি।[২]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ভিক্টর নিয়াচি। ১৯ জানুয়ারি, ২০২০ তারিখে হারারেতে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ঢাকায় স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
জানুয়ারি, ২০২০ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট খেলায় অংশগ্রহণকল্পে জিম্বাবুয়ে দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৩] ১৯ জানুয়ারি, ২০২০ তারিখে হারারেতে সিরিজের প্রথম টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়। [৪]
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ