ভগবান দাস |
---|
|
জন্ম | (১৮৬৯-০১-১২)১২ জানুয়ারি ১৮৬৯
|
---|
মৃত্যু | ১৮ সেপ্টেম্বর ১৯৫৮(1958-09-18) (বয়স ৮৯) |
---|
সন্তান | শ্রী প্রকাশ |
---|
পুরস্কার | ভারত রত্ন (১৯৫৫) |
---|
ভগবান দাস (১২ জানুয়ারি ১৮৬৯ – ১৮ সেপ্টেম্বর ১৯৫৮) স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও শিক্ষাবিদ, মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠের সহঃপ্ৰতিষ্ঠাপক। তিনি মদনমোহন মালব্য-এর সাথে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠার জন্যেও কাজ করেছিলেন।[১] তিনি কিছুদিন ব্ৰিটিশ ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য ছিলেন; তারপর তিনি হিন্দুস্তানী সাংস্কৃতিক সমাজের সাথে জড়িত হয়েছিলেন এবং হিংসাত্মক ঘটনাকে প্ৰতিহত করতে প্ৰতিবাদ করেছিলেন। ১৯৫৫ সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্ৰদান করেছিল।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিউক্তিতে
ভগবান দাস সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।