ব্রাহ্মী, ব্রাহ্মীশাক, আধাবিরানি, ধূপকামিনী,মালঞ্চ (ইংরেজি: waterhyssop,[২] thyme-leafed gratiola, water hyssop, herb of grace,[২] Indian pennywort[২]); (বৈজ্ঞানিক নাম: Bacopa monnieri) হচ্ছে প্লান্টাগিনাসি পরিবারের একটি উদ্ভিদ। এটি ছোট গাছ, কাণ্ড এবং পাতা রসালো হয়। এর ফুল বেগুনি শ্বেতাভ। এটা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাওয়ানো হয়।
বিবরণ
এটি এক ধরনের লতা জাতীয় শাক। অধিকাংশ ক্ষেত্রে ভিজা, স্যাঁতস্যাঁতে মাটিতে এ লতার বৃদ্ধি ঘটে। লতার প্রত্যেকটি গাঁট থেকে শিকড় বের হয়। এদের কাণ্ড অত্যন্ত কোমল এবং রসযুক্ত। পাতা আধা ইঞ্চি বা আরও একটু বড় হতে পারে।[৩] ছোট আকৃতির ঝোপালো লতা এটি। শাক হিসেবে মানুষ খেয়ে থাকে।
ঔষধি গুনাগুণ
এর মধ্যে অনেক ঔষধি গুনাগুণ আছে; যেমন স্বরভঙ্গ, বসন্তরোগে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে, শিশুদের কফ ও কাশিতে এই লতা খাওয়ানো হয়ে থাকে।।[৩]
তথ্যসূত্র
- ↑ "Bacopa monnieri information from NPGS/GRIN"। www.ars-grin.gov। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৩।
- ↑ ক খ গ "USDA GRIN Taxonomy"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 20 arch 2014।
- ↑ ক খ সেন, বৈদ্যনাথ; মোল্লা সম্পাদিত, আঃ খালেক (অক্টোবর ২০০৯)। "লোকমান হেকিমের কবিরাজী ও হেকিমী চিকিৎসা লতাপাতার হাজার গুণ"। মো আবদুল মালেক। ঢাকা: মনিহার বুক ডিপো। পৃষ্ঠা ১২৮-১২৯।
অতিরিক্ত পাঠ
- Caldecott, T. (২০০৬)। "Brahmi"। Ayurveda: The Divine Science of Life। Elsevier / Mosby। আইএসবিএন 0-7234-3410-7। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
ব্রাহ্মী সংক্রান্ত মিডিয়া রয়েছে।