ব্যারাক স্কোয়ার

ব্যারাক স্কোয়ার বা ব্যারাক চত্বর মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মাঠ। সুবা বাংলার নতুন সেনানিবাস হিসেবে ১৭৬৭ সালে প্রায় ৪০ একর এলাকা নিয়ে এই মাঠকে ঘিরে ব্যারাক স্কোয়ারের পত্তন হয়। ১৮৫৭ সালে এখানে সিপাহী বিদ্রোহের প্রথম বড় যুদ্ধ সংঘটিত হয়।[][]

ঐতিহাসিক গুরুত্ব

ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৭৬৭ সালে নতুন সেনানিবাস স্থাপনের জন্য তৎকালীন নবাব মীরজাফরের কাছ থেকে মোট ৪০০ বিঘা জমি লিজ হিসেবে পান। আর্চিবল্ড ক্যাম্পবেল এর তৈরি নকশা এবং বাস্তুকার ক্যাপ্টেন জন ব্রোহিয়ার এর তত্বাবধানে তৈরি এই সেনানিবাসেই ১৮৫৭ সালের প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়।[]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Barrack Square"পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২ 
  2. "সিপাহি বিদ্রোহের সূত্রভূমি বহরমপুরের 'ব্যারাক স্কোয়ার ফিল্ড' এবার নতুন সাজে"আজকাল। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২ 
  3. আবেদিন, অনল (২৬ জানুয়ারি ২০১৫)। "অনাদরে ধুঁকছে ব্যারাক স্কোয়ার"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!