বৈকুণ্ঠ মানন্ধর (নেপালি: वैकुण्ठ मानन्धर; জন্ম ২৪ ডিসেম্বর ১৯৫১) একজন নেপালি ম্যারাথন দৌড়বিদ, যিনি ১৯৭৬ থেকে ১৯৮৮ পর্যন্ত টানা চারটি অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১] দক্ষিণ এশিয়ান গেমসে তিনি টানা তিনটি স্বর্ণপদক জিতেছেন। তায়কোয়ান্দোতে টানা ৮টি স্বর্ণপদক জিতে তার রেকর্ড ভেঙে দেন দীপক বিস্তা। [২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ