বিনয় চৌধুরী

বিনয় কৃষ্ণ চৌধুরী (১৪ জানুয়ারী, ১৯১১ — ৬ মে, ২০০০) একজন বাঙালি রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী

বিনয় কৃষ্ণ চৌধুরী

প্রারম্ভিক জীবন

বিনয় চৌধুরীর ভাল নাম বিনয়কৃষ্ণ চৌধুরী। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে ম্যাট্রিক ও শ্রীরামপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন বিনয় চৌধুরী। ১৯২৪ সালে বন্ধু সরোজ মুখোপাধ্যায়ের সাথে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগ দেন। ১৯২৮ সালে যুগান্তর গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। পরে অনুশীলন সমিতির সাথে স্বাধীনতা সংগ্রামে যুক্ত থাকার অভিযোগে তাঁর কারাদন্ড হয়। তিনি জেল থেকে বি এ পাস করেন। কমিউনিস্ট নেতা ভূপেন্দ্রনাথ দত্তমুজফ্‌ফর আহ্‌মেদের সংস্পর্শে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। বীরভূম ষড়যন্ত্র মামলায় জড়িয়ে বিনয় চৌধুরী ১৯৩৮ সালে পূনরায় জেলে যান।

রাজনীতি

১৯৫২ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচনে তিনি বর্ধমানে অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়েছিলেন বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহতাবের বিরুদ্ধে।[] পার্টি ভাগ হলে বিনয় চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলে যোগ দেন। অবিভক্ত বর্ধমান জেলা থেকে বিধানসভা নির্বাচনে তিনি একাদিক্রমে জিতেছেন ও বামফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় মন্ত্রীপদে আসীন হয়েছেন।[] তিনি জ্যোতি বসুর মন্ত্রীসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন।[] পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আন্দোলনে তাঁর বিশেষ অবদান আছে। দেশের রাজনীতিতে তিনি স্বচ্ছ ও সৎ চরিত্রের একজন বামপন্থী নেতা হিসাবে পরিচিত ছিলেন।[]

তথ্যসূত্র

  1. "বঙ্গে তোলা-সংস্কৃতি বদলায় না - Anandabazar"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬ 
  2. Tathyera āloke Bidhānasabhā nirbācana, 2001। Gaṇaśakti। ২০০১। 
  3. Desk, Bangla (২০১৮-০৮-১৮)। "জ্যোতি বসু কতবার জাতীয় পতাকা উত্তোলন করেছেন? প্রশ্ন আরএসএসের"Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬ 
  4. "The Sunday Tribune - Spectrum - Article"www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!