বার্মিংহাম বিশ্ববিদ্যালয় (অনানুষ্ঠানিকভাবে বার্মিংহাম ইউনিভার্সিটি)[৮][৯] যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টনে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯০০ সালে বার্মিংহামের কুইন্স কলেজ (১৮২৫ সালে বার্মিংহাম স্কুল অব মেডিসিন অ্যান্ড সার্জারি হিসাবে প্রতিষ্ঠিত) ও মেসন সায়েন্স কলেজের (স্যার জোসিয়াহ ম্যাসন কর্তৃক ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত) উত্তরাধিকারী হিসাবে এটির রাজকীয় সনদ লাভ করে, এটি প্রথম ইংরেজি নাগরিক বা 'রেড ব্রিস্ক' বিশ্ববিদ্যালয় হিসাবে নিজস্ব রাজকীয় সনদ গ্রহণ করবে।[২][১০] এটি ব্রিটিশ গবেষণা বিশ্ববিদ্যালয়ের রাসেল গ্রুপ এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক ইউনিভার্সিটিস ২১ উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য।
মোট শিক্ষার্থীদের মধ্যে ২৩,১৫৫ জন স্নাতক ও ১২,৬০৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে, যা বিশ্ববিদ্যালয়টিকে যুক্তরাজ্যের ৭ম বৃহত্তম (১৬৯ টির মধ্যে) বিশ্ববিদ্যালয় পরিণত করে। গবেষণা অনুদান ও চুক্তি থেকে ১৪০.৪ মিলিয়ন ইউরো সহ প্রতিষ্ঠানের বার্ষিক আয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য ৭৩৭.৩ মিলিয়ন ইউরো ছিল, যার মধ্যে ৬৬৭.৪ মিলিয়ন ইউরো ব্যয় হয়।[৪]
বিশ্ববিদ্যালয়টি বার্বার ইনস্টিটিউট অব ফাইন আর্টস, ভ্যান গখ, পিকাসো ও মোনের আবাসন কাজ; শেক্সপিয়ার ইনস্টিটিউট; ক্যাডবেরি রিসার্চ লাইব্রেরি, মধ্য প্রাচ্যের পাণ্ডুলিপির মিংনা সংগ্রহের কেন্দ্র; ল্যাপওয়ার্থ মিউজিয়াম অব জিওলজি; এবং শহরের অনেক জায়গা থেকে ১০০ মিটার উচু দৃশ্যমান একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক জোসেফ চেম্বারলাইন মেমোরিয়াল ক্লক টাওয়ারের আবাসস্থল।[১১] বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও প্রাক্তন ছাত্রদের মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলাইন ও স্ট্যানলি বাল্ডউইন,[১২] ব্রিটিশ সুরকার স্যার এডওয়ার্ড এলগার এবং এগারোজন নোবেল বিজয়ী রয়েছে।[১৩]
তথ্যসূত্র