বান্ট (/ˈbʌnt/[১]) হল একটি ভারতীয় সম্প্রদায়, যারা ঐতিহ্যগতভাবে কর্ণাটকের উপকূলীয় জেলা ও কেরালা রাজ্যের কাসারগোদ জেলায় বসবাস করে।[২] বান্টরা মূলত একটি যোদ্ধা শ্রেণীর সম্প্রদায় ছিল [৩][৪] যার আয়ের উৎস ছিল কৃষিভিত্তিক[২] এবং এই অঞ্চলের শিক্ষিত ভদ্রলোক গঠন করেছিল।[৫] ব্যবসা-বাণিজ্যেও তারা সক্রিয়। তারা তুলু নাড়ুর অন্তর্গত এবং তাদের মাতৃভাষা হিসেবে টুলু ও কুন্দগনাদা কথা বলে।[৬][৭] বান্টরা আজ বিশ্বব্যাপী ১০ লক্ষাধিক জনসংখ্যা নিয়ে একটি বৃহত্তরভাবে নগরীকৃত সম্প্রদায়।[৮][৯]
ব্যুৎপত্তি
বান্ট শব্দের অর্থ টুলু ভাষায়শক্তিশালী মানুষ বা যোদ্ধা।[৫] বান্টদেরকে ওক্কেলেমে হিসাবেও উল্লেখ করা হয়, যার অর্থ কৃষক বা চাষী এবং তাদের কৃষি উৎসও উল্লেখ করে।[২]
ইতিহাস
আমেরিকান নৃবিজ্ঞানী সিলভিয়া ভাতুক বলেছেন যে বান্ট সম্প্রদায় একটি শিথিলভাবে সংজ্ঞায়িত সামাজিক গোষ্ঠী ছিল।[১০] জাতি গঠনকারী মাতৃজাতিক জ্ঞাতি গোষ্ঠীগুলি ছিল ভাষাগত, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে বৈচিত্র্যময়, যারা তাদের অভিজাত মর্যাদা ও ক্ষমতার দাম্ভিকতায় একত্রিত হয়েছিল।[১০] বান্টরা তাদের মাতৃভাষা হিসেবে টুলু ও কন্নড় ভাষায় কথা বলে এবং ঐতিহ্যগতভাবে ধান চাষে নিযুক্ত একটি কৃষিপ্রধান জাতি ছিল।[২][১১][১২][১৩] বান্টরা আলিয়াসন্তানা নামক উত্তরাধিকারের একটি মাতৃতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে।[১৪] তাদের ৯৩টি গোত্রের নাম বা উপাধি রয়েছে এবং তারা বাড়ি নামে ৫৩টি মাতৃসূত্রে বিভক্ত।[১৫] একই বাড়ির সদস্যরা আন্তঃবিবাহ করেনি। এসডিএল আলাগোদির মতে, বান্টরা "মূলত যোদ্ধা শ্রেণীর অন্তর্গত ছিল। টুলু নাড়ুর সামরিক জাতি হওয়ার কারণে, তারা শাসক প্রধানদের সেবা করেছিল যা তাদের যথেষ্ট সুবিধা নিয়ে এনেছিল এবং তাদের এই অঞ্চলের জমির মালিক ও অভিজাত হওয়ার সুযোগ দিয়েছিল।"
বান্ট গোষ্ঠী দাবি করে যে তারা প্রাচীন আলুপা রাজবংশের বংশোদ্ভূত (প্রায় ২য় শতাব্দী - ১৫ শতাব্দী)। ঐতিহাসিক পি. গুরুরাজা ভাট উল্লেখ করেছেন যে আলুপা রাজপরিবার স্থানীয় বংশোদ্ভূত সম্ভবত বান্ট বর্ণের অন্তর্গত। ইতিহাসবিদ ভাস্কর আনন্দ সালেতোরের মতে আলুপা (আলভা) উপাধিটি আজ পর্যন্ত বান্টদের মধ্যে টিকে আছে। তুলু নাড়ু সংলগ্ন উত্তর কেরালার কিছু শাসক ও সামন্ততান্ত্রিক গোষ্ঠীও সম্ভবত বান্টদের বংশধর ছিল।
তথ্যসূত্র
↑Kāmat, Sūryanātha (১৯৭৩)। Karnataka State Gazetteer: South Canara। Director of Print, Stationery and Publications at the Government Press। পৃষ্ঠা 108। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫।
↑Sri Sathyan, B. N. (১৯৭৩)। Karnataka State Gazetteer: South Kanara। Director of Print., Stationery and Publications at the Government Press। পৃষ্ঠা 108। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
↑Bhat, N. Shyam (১৯৯৮-০১-০১)। South Kanara, 1799–1860: A Study in Colonial Administration and Regional Response (ইংরেজি ভাষায়)। Mittal Publications। পৃষ্ঠা 212। আইএসবিএন978-81-7099-586-9।
↑Iyer, L. A. Krishna (১৯৬৯)। The Coorg tribes and castes (reprint সংস্করণ)। Gordon Press Madras and Johnson। পৃষ্ঠা 67–70। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৫।
↑Siraj, S. Anees (২০১২)। Karnataka State: Udupi District। Government of Karnataka, Karnataka Gazetteer Department। পৃষ্ঠা 179। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!