নিউ জার্সি'রগ্লেন রিজ এলাকায় বাজ অলড্রিন জন্মগ্রহণ করেন।[১][২] স্কটিশ এবং সুইডিশ অধিবাসী ও পূর্ব-পুরুষ জার্মানির[৩] তার বাবাএডউইন ইউগিন অলড্রিন, সিনিয়রসামরিক বাহিনীর সদস্য ছিলেন এবং মাম্যারিয়নের (বিবাহ-পূর্ব মুন) গর্ভে বাজ অলড্রিনের জন্ম।[৪][৫]
শৈশবে তার ডাকনাম হয় বাজ। জ্যেষ্ঠা দুই বোন ব্রাদার শব্দকে বিকৃত উচ্চারণ করে বাজার নামে ডাকতো এবং এ থেকেই বাজ শব্দের সংক্ষিপ্ত রূপ তৈরী হয়। ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে তিনি তার মূল নাম বাজ ধারণ করেন।[৬]
মার্চ, ১৯৭২ সালে বাজ অলড্রিন নাসা ত্যাগ করেন। তিনি তিনবার জোয়ান আর্চার, বেভার্লি জিল এবং লোই ড্রিগস ক্যাননকে বিয়ে করেন। তন্মধ্যে প্রথম স্ত্রীর গর্ভে জেমস, জেনিস এবং এন্ড্রু নামে তিন সন্তান জন্মে। বর্তমান স্ত্রী লোই ড্রিগস ক্যাননকে ১৯৮৮ সালে ভ্যালেন্টাইন'স ডেতে বিয়ে করেছিলেন।
শিক্ষাজীবন
নিউ জার্সির মন্টক্লেয়ার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন ১৯৪৬ সালে।[৭] অতঃপর, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বৃত্তি নিয়ে অলড্রিন ১৯৫১ সালে নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্ট এলাকায় অবস্থিত সামরিক একাডেমী থেকে যন্ত্রকৌশলে বি.এসসি ডিগ্রী অর্জন করেন ৩য় স্থান লাভের মধ্য দিয়ে। স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে ১৯৬৩ সালে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে নভোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ১৯৬৭ সালে গুস্তাভাস-এডোলফাস-কলেজ থেকে সম্মানস্বরূপ ডক্টরেট অব সায়েন্স ডিগ্রী লাভ করেন।
তিনি টেলিভিশনেডেন্সিং উইদ দ্য স্টার্স নামীয় প্রাচীনতম ধারাবাহিক অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে ২০১০ সালে অংশ নিয়েছিলেন।
তথ্যসূত্র
↑Staff. "To the moon and beyond"ওয়েব্যাক মেশিনেআর্কাইভকৃত ১৬ মে ২০১১ তারিখে, The Record (Bergen County), July 21, 2009. Accessed July 20, 2009. The source is indicative of the confusion regarding his birthplace. He is described in the article's first paragraph as having been "born and raised in Montclair", while a more detailed second paragraph on "The Early Years" states that he was "born Edwin Eugene Aldrin Jr. on January 20, 1930, in the Glen Ridge wing of Montclair Hospital".
↑Solomon, Deborah (June 15, 2009 and June 21, 2009)। "Questions for Buzz Aldrin: The Man on the Moon"। The New York Times। সংগ্রহের তারিখ 2009-06-24।অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য) Note: nytimes.com print-view software lists the article date as June 21, 2009; main article webpage shows June 15.
↑Chaikin, Andrew। "A Man on the Moon"। পৃষ্ঠা 585।|ইউআরএল= অনুপস্থিত বা খালি (সাহায্য)
↑"Aldrin Was A Classmate"(পিডিএফ)। Adirondack Daily Enterprise। জুলাই ১৪, ১৯৬৯। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১২।