বাজাও বিয়ের বাজনা |
---|
চলচ্চিত্রের ডিভিডি কভার |
পরিচালক | মোহাম্মদ হোসেন জেমী |
---|
প্রযোজক | খোরশেদ আলম খসরু |
---|
রচয়িতা | মোহাম্মদ হোসেন জেমী |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ কিসলু ইমন সাহা |
---|
চিত্রগ্রাহক | মোহাম্মদ হোসেন জেমী |
---|
সম্পাদক | শহিদুল হক |
---|
মুক্তি | ১৫ জানুয়ারি, ২০১০[১] |
---|
স্থিতিকাল | ১৪১ মিনিট |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
বাজাও বিয়ের বাজনা ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমী। এবং ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও অপু বিশ্বাস। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়াসিম, নুতন, জনা, কায়েস আরজু, আন্না, কমল এবং নবাগত খোল অভিনেতা রাজ ইব্রাহিম।[২] এটি রিয়াজ-অপু বিশ্বাস অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র।[২][৩] প্রথমটি দেবাশীষ বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ।
শ্রেষ্ঠাংশে
সংগীত
বাজাও বিয়ের বাজনা চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আহমেদ কিসলু এবং ইমন সাহা।
তথ্যসূত্র
বহিঃসংযোগ