বাংলাদেশ জাতীয় আরকাইভস

বাংলাদেশ জাতীয় আরকাইভস
গঠিত১৯৭৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ জাতীয় আরকাইভস

বাংলাদেশ জাতীয় আরকাইভস ঢাকায় অবস্থিত এবং বই, মাইক্রোফিল্ম রোলস ও সংবাদপত্র ক্লিপসহ ২,২৫,০০০ দস্তাবেজ রয়েছে।[] ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আরকাইভস প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় আরকাইভস ও লাইব্রেরী অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। ১৯৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি ভাড়াটে ভবনে অবস্থিত ছিল। দস্তাবেজসমূহ বর্তমানে শেরে-বাংলা নগর জাতীয় গ্রন্থাগারের একটি জাতীয় ভবনে রয়েছে।[]

তথ্যসূত্র

  1. The World of Learning 2005। Europa Publications। ২০০৪। পৃষ্ঠা ১৪৩। 
  2. শরীফ উদ্দিন আহমেদ এবং কে.এম করিম (২০১২)। "আর্কাইভস"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!