বাংলাদেশ জাতীয় আরকাইভস ঢাকায় অবস্থিত এবং বই, মাইক্রোফিল্ম রোলস ও সংবাদপত্র ক্লিপসহ ২,২৫,০০০ দস্তাবেজ রয়েছে।[১] ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক আরকাইভস প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় আরকাইভস ও লাইব্রেরী অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। ১৯৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি ভাড়াটে ভবনে অবস্থিত ছিল। দস্তাবেজসমূহ বর্তমানে শেরে-বাংলা নগর জাতীয় গ্রন্থাগারের একটি জাতীয় ভবনে রয়েছে।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ