বাংলাদেশ কাবাডি ফেডারেশন

বাংলাদেশ কাবাডি ফেডারেশন
গঠিত১৯৭৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

বাংলাদেশ কাবাডি ফেডারেশন হলো বাংলাদেশ কাবাডির সর্বোচ্চ জাতীয় সংস্থা এবং এটি বাংলাদেশের কাবাডি পরিচালনার জন্য একনিষ্ঠা দায়বদ্ধ।[][] বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি হলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে[][]এবং সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান[]

ইতিহাস

বাংলাদেশ কাবাডি ফেডারেশন ১৯৭৩ সালে বাংলাদেশ অপেশাদার কাবাডি ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৭৩ সালে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। ১৯৭৮ সালে, এটি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এশীয় অপেশাদার কাবাডি ফেডারেশনে যোগদান করে। ১৯৯০ সালে এশিয়ান গেমসে কাবাডি যুক্ত হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে থাকে।[]

প্রতিযোগী দল

  • আলী স্পোর্টিং ক্লাব
  • গুলিস্তান স্পোর্টিং ক্লাব
  • আইডিয়াল ক্রীড়াচক্র
  • মনিরুজ্জামান ক্রীড়াচক্র
  • সানশাইন স্পোর্টিং ক্লাব
  • মুরাদনগর একাদশ
  • সোনালী রিক্রিয়েশন ক্লাব
  • জেবি স্পোর্টিং ক্লাব

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "BKF announces men's, women's squad for SA Games"unb.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  2. "Army retain V-day kabaddi title"নিজ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  3. "কাবাডির নতুন সভাপতি দায়িত্ব নিলেন"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  4. "কাবাডিতে নতুন সভাপতি | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  5. "বিজয় দিবস কাবাডিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  6. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "কাবাডি"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!