বাংলাদেশ ৮টি বিভাগে ৬৪টি জেলায় বিভক্ত। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বিভক্ত বাংলাদেশ ।
বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বশেষ জেলা ফেনী জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।
আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ। একমাত্র দ্বীপ জেলা হল ভোলা জেলা।
বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলায় অবস্থিত।
জেলার তালিকা
বৃহত্তর জেলার তালিকা
বৃহত্তর জেলা হল ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যেসকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত।
বৃহত্তর জেলা ১৭ টি; দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।
- বৃহত্তর জেলাগুলোর তালিকা ও সৃষ্টি সময়কাল :
১. বৃহত্তর চট্টগ্রাম (১৬৬৬)= চট্টগ্রাম ও কক্সবাজার।
২. বৃহত্তর রংপুর (১৭৬৯)= রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা।
৩. বৃহত্তর ঢাকা (১৭৭২)= ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী।
৪. বৃহত্তর রাজশাহী (১৭৭২)= রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ।
৫. বৃহত্তর সিলেট (১৭৭২)= সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
৬. বৃহত্তর যশোর (১৭৮১)= যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল।
৭. বৃহত্তর ফরিদপুর (১৭৮৬)= ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
৮. বৃহত্তর দিনাজপুর (১৭৮৬)= দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
৯. বৃহত্তর ময়মনসিংহ (১৭৮৭)= ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ।
১০. বৃহত্তর কুমিল্লা (১৭৯০)= কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।
১১. বৃহত্তর বরিশাল (১৭৯৭)= বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা।
১২. বৃহত্তর বগুড়া (১৮২১)= বগুড়া ও জয়পুরহাট।
১৩. বৃহত্তর নোয়াখালী (১৮২১)= নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী।
১৪. বৃহত্তর পাবনা (১৮৩২)= পাবনা ও সিরাজগঞ্জ।
১৫. পার্বত্য চট্টগ্রাম (১৮৬০)= রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
১৬. বৃহত্তর খুলনা (১৮৮২)= খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
১৭. বৃহত্তর কুষ্টিয়া (১৯৪৭)= কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।
- প্রশাসনিক পুনর্বিন্যাসের দ্বারা ৬৪ টি জেলা গঠন করা হয় ১৯৮৪ সালে; এরশাদ সরকারের সময়।
আরও দেখুন
তথ্যসূত্র