বস্ত্রমোচন হচ্ছে মানুষের মধ্যে যৌন উত্তেজনা জাগানোর জন্য এক প্রকারের আয়োজন যেটিতে একজন সুন্দরী নারী বা একজন সুদর্শন পুরুষ নাচতে নাচতে একে একে তার সব পোশাক-পরিচ্ছদ ধীরে ধীরে খোলা শুরু করে এবং এক পর্যায়ে সম্পূর্ণ নগ্ন হয়ে যায়।[১] ইংরেজিতে এটি স্ট্রিপটিজ নামে পরিচিত। এধরণের কাজে নিয়োজিত নারী বা পুরুষকে বস্ত্রমোচক বা বস্ত্রমোচিনী (স্ট্রিপার বা একজটিক ড্যান্সার) বলা হয়।
এই ধরনের অনুষ্ঠান বা আয়োজন সাধারণত কোনও বিলাস-বহুল পাঁচ তারকা হোটেলে বা বস্ত্রমোচনঘরে (স্ট্রিপক্লাব) করা হয়।[২]
বস্ত্রমোচনের মূল উদ্দেশ্য মানুষের শরীর দেখিয়ে অন্য মানুষকে যৌন উত্তেজনা দেওয়া, যৌনমিলন করতে দেওয়া নয়।[৩][৪][৫]
তথ্যসূত্র
↑Richard Wortley (1976) A Pictorial History of Striptease: 11.
↑Richard Wortley (1976) A Pictorial History of Striptease.