বব ক্লোসা

বব ক্লোসা
জন্মনামরাডো রবার্ট গার্সিয়া ক্লোসা
উপনামবব ক্লোসা
উদ্ভবক্যামব্রিজ, ইংল্যান্ড
ধরন
পেশা
  • সঙ্গীতজ্ঞ
  • আলোকচিত্রী
  • ছাপচিত্রী
বাদ্যযন্ত্রগিটার
কার্যকাল১৯৬৪–বর্তমান
ওয়েবসাইটradoklose.com

রাডো রবার্ট গার্সিয়া ক্লোসা (পেশাগতভাবে ১৯৬০-এর দশকে বব ক্লোসা এবং অতি সম্প্রতি রাডো ক্লোসা নামে পরিচিত) ইংরেজ সঙ্গীতজ্ঞ এবং আলোকচিত্রী। ১৯৬৪ এবং জুলাই ১৯৬৫ সালের মাঝামাঝি, তিনি একটি রক ব্যান্ডের প্রধান গিটারবাদক ছিলেন যেটি পরবর্তীতে পিংক ফ্লয়েড হয়ে ওঠে। যদিও, তিনি এই ব্যান্ডের সঙ্গে কয়েকটি গান রেকর্ড করা করলেও, দলটি পিংক ফ্লয়েড হয়ে ওঠার পূর্বে তিনি দল পরিত্যাগ করেন। তবে, ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পাতায়, তাকে অফিসিয়াল সাবেক সদস্য হিসাবে তার নাম উল্লেখিত হয়েছে।[]

গ্রন্থতালিকা

তথ্যসূত্র

  1. "Pink Floyd"facebook.com 

অরো পড়ুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!