বনানী কবরস্থান হল ঢাকার বনানী এলাকায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি সরকার পরিচালিত ঢাকার আটটি কবরস্থানের একটি এবং প্রায় ২২,০০০ কবরের ধারণ ক্ষমতাসম্পন্ন এই কবরস্থানটি ঢাকা শহরের অন্যতম বৃহত্তম কবরস্থান।[১] এটির আয়তন প্রায় ১০ একর এবং প্রতিদিন এখানে দুই থেকে তিনজন মানুষের কবর দেয়া হয়।[২] বনানী কবরস্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য বাংলাদেশির কবর রয়েছে, যেমন ১৫ ই আগস্ট ১৯৭৫ সালেরঅভ্যুত্থানে শিকার ব্যক্তিদের কবর রয়েছে এখানে। এছাড়া এই কবরস্থানের ভিতরে ছোট একটি মসজিদও রয়েছে।
ইতিহাস
কবরস্থানটি ১৯৭৩ সালে চালু করা হয়।[৩] প্রথমে ব্যক্তিগত হিসেবে তৈরি করা হলেও পরে বনানী পৌরসভা ও ১৯৮১ সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেয়।[৪]
উল্লেখযোগ্য ব্যক্তি
এই কবরস্থানে শায়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি হলেন: