বনানী কবরস্থান

বনানী কবরস্থান
বনানী কবরস্থান
মানচিত্র
বিস্তারিত
প্রতিষ্ঠাকাল১৯৭৩
অবস্থান
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৭′৫৬″ উত্তর ৯০°২৪′১৩″ পূর্ব / ২৩.৭৯৯০° উত্তর ৯০.৪০৩৭° পূর্ব / 23.7990; 90.4037
প্রকারইসলামি
মালিকানাঢাকা উত্তর সিটি কর্পোরেশন
আয়তন১০ একর
সমাধি২২,০০০
ফাইন্ড অ্যা গ্রেইভবনানী কবরস্থান

বনানী কবরস্থান হল ঢাকার বনানী এলাকায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি সরকার পরিচালিত ঢাকার আটটি কবরস্থানের একটি এবং প্রায় ২২,০০০ কবরের ধারণ ক্ষমতাসম্পন্ন এই কবরস্থানটি ঢাকা শহরের অন্যতম বৃহত্তম কবরস্থান।[] এটির আয়তন প্রায় ১০ একর এবং প্রতিদিন এখানে দুই থেকে তিনজন মানুষের কবর দেয়া হয়।[] বনানী কবরস্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য বাংলাদেশির কবর রয়েছে, যেমন ১৫ ই আগস্ট ১৯৭৫ সালের অভ্যুত্থানে শিকার ব্যক্তিদের কবর রয়েছে এখানে। এছাড়া এই কবরস্থানের ভিতরে ছোট একটি মসজিদও রয়েছে।

ইতিহাস

কবরস্থানটি ১৯৭৩ সালে চালু করা হয়।[] প্রথমে ব্যক্তিগত হিসেবে তৈরি করা হলেও পরে বনানী পৌরসভা ও ১৯৮১ সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেয়।[]

উল্লেখযোগ্য ব্যক্তি

এই কবরস্থানে শায়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি হলেন:

চিত্রশালা

তথ্যসূত্র

  1. পারভীন, শাহনাজ (১১ জানুয়ারি ২০১৮)। "ঢাকায় মরদেহ কবর দেয়ার জায়গার এত অভাব কেন?"বিবিসি নিউজ বাংলা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 
  2. "Dhaka's biggest graveyard by Dec"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  3. কামরুজ্জামান, আম (২০০৯-০৪-২৯)। "Graveyards and Urbanization: The Case of Dhaka City"ডিওআই:10.2139/ssrn.1414122 
  4. "বনানী কবরস্থানজুড়ে আধুনিকতার ছোঁয়া"বাংলাদেশ প্রতিদিন। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!