ফেলুদা (তথ্যচিত্র)

ফেলুদা : ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ
ফেলুদা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসাগ্নিক চ্যাটার্জি
প্রযোজকসাগ্নিক চ্যাটার্জি
উৎসসত্যজিৎ রায় সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদা
মুক্তি৭ জুন ২০১৯

ফেলুদা: ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ একটি বাংলা তথ্য চলচ্চিত্র। এটির পরিচালক এবং প্রযোজক সাগ্নিক চ্যাটার্জি। সত্যজিৎ রায় সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি প্রথমে ২০১৭ সালে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল|নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ও পরে ৭ জুন ২০১৯ সালে ভারতে মুক্তি পায়।[] ভারতের কোনো কাল্পনিক চরিত্রের ওপর প্রথম নির্মিত ছবি ফেলুদাঃ ফিফটি ইয়ারস অফ রে'স ডিটেকটিভ।[][]

কাহিনী

ফেলুদা একটি জনপ্রিয় বাংলা বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র যার স্রষ্টা সত্যজিৎ রায়। সন্দেশে প্রকাশিত ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে ১৯৬৫ সালে প্রথম ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র আত্মপ্রকাশ করেন। ফেলুদার সৃষ্টিকাল ২০১৭ সালে ৫০ বছর পূর্ণ হওয়ার পরে এই তথ্যচিত্রটি প্রকাশিত হয়। এতে ফেলুদার চলচ্চিত্র, কাহিনীগুলির ইতিহাস, লেখক-পরিচালক সত্যজিৎ রায় সহ অন্যান্য অভিনেতাদের সাক্ষাৎকার, আঁকা ছবি, অডিও ক্লিপিং ইত্যাদিকে ধরে রাখা হয়েছে।[][]

অভিনয়

তথ্যসূত্র

  1. Joshi, Namrata (২০১৭-০৪-২৯)। "Feluda was Ray, Ray was Feluda"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩ 
  2. সংবাদদাতা, নিজস্ব। "৫০ বছর পর কেমন আছে সত্যজিতের ফেলুদা?"anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪ 
  3. "নস্টালজিয়া, একই সঙ্গে জরুরি ডকুমেন্টেশন সাগ্নিকের 'ফেলুদা'"unishkuri.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪ 
  4. "৫০ পেরিয়ে ফেলুদাকে আবারও চেনা"Eisamay। ২০১৯-০৬-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪ 
  5. বন্দ্যোপাধ্যায়, বিনায়ক (১২ জুন ২০১৯)। "মুগ্ধ হয়ে দেখতে হয় 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অব রে'জ ডিটেকটিভ'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!