আইফোন হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবস প্রথম আইফোন অবমুক্ত করেন ৯ জানুয়ারি ২০০৭ তারিখে। প্রথম আইফোনের বাজারজাতকরণ শুরু হয় ২৯ জুন ২০০৭ তারিখে। বর্তমানে (প্রেক্ষিত: ২০১১) আইফোনের ৫ম জেনারেশন আইফোন ৪এস বাজারে পাওয়া যাচ্ছে, যা ৪ অক্টোবর ২০১১-তে অবমুক্ত করা হয়। আইফোন ৪এস অবমুক্তের ঠিক দুদিন আগে আইফোন স্মার্টফোনের জন্য অপারেটিং সিষ্টেম আইওএস ৫.০ অবমুক্ত করে।
আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রীণ প্রকৃতির। যেখানে একটি ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা রয়েছে।
৯এম-এমআরও, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০-এর জন্য ব্যবহৃত বিমান, রওস্সি চার্লস দে গালে বিমানবন্দর থেকে ডিসেম্বর ২৬, ২০১১-তে প্রস্থান করে, মার্চ ৮, ২০১৪-তে ২ বছরের চেয়ে একটু কম সময় ধরে অদৃশ্য।
...that hackers stole US$81 million in cash in the 2016 Bangladesh Bank heist, making it one of the costliest bank heists in history?
...that the Flint water crisis(taking place in the city of Flint, Michigan) lasted for almost two years and exposed anywhere between 6,000 to 12,000 children to lead?
...that the Mecca crane collapse became the deadliest crane collapse in history with 111 fatalities?