প্রফেসর (হিন্দি: प्रोफ़ेसर) হচ্ছে ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ভাষার ভারতীয় হাস্যরসাত্মক চলচ্চিত্র। এফ সি মেহরার প্রযোজনা এবং লেখ ট্যান্ডনের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেন শাম্মী কাপুর, কল্পনা মোহন, বেলা বোস, ও ললিতা পবার।[২] চলচ্চিত্রটি ১৯৬২ সালের ১১ই মে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যবসাসফল হয়। এটি ১০ম ফিল্মফেয়ার পুরস্কারে পাঁচটি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে একটি পুরস্কার[৩] ও ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে শ্রেষ্ঠ গীতিকার (হিন্দি) বিভাগে পুরস্কার অর্জন করে।[৪]
চলচ্চিত্রটি তামিল ভাষায় নডিগান (১৯৯০), তেলুগু ভাষায় ভালে মাস্টারু (১৯৬৯) ও পেড্ডিন্টি আল্লুডু (১৯৯১) শিরোনামে দুইবার এবং কন্নড় ভাষায় গোপী কৃষ্ণ শিরোনামে পুনর্নির্মিত হয়। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বর্তমানে এই চলচ্চিত্রের স্বত্ত্বাধিকারী।
অভিনয়শিল্পীদল
গানের তালিকা
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ